কর ফাঁকির অভিযোগে ব্রিটেনের উপপ্রধানমন্ত্রীর পদত্যাগঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে এইচ আর টেক্সটাইলএনবিআর ও কাস্টমসের জটিলতা নিরসনের দাবি তৈরি পোশাক ক্রেতাদেরমার্কিন শুল্ক সুবিধা কাজে লাগাতে কৌশল নেওয়ার পরামর্শ ৪০ ক্রেতারদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩১৪৩২ দশমিক ০৮ মিলিয়ন ডলার
No icon

বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছুটা স্বস্তির বাতাস

এপ্রিলের মাঝামাঝি সময়ে এসে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছুটা স্বস্তির বাতাস বইছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ১৭ এপ্রিল পর্যন্ত দেশের মোট গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২৬.৭৩ বিলিয়ন ডলারে।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে দেশের রিজার্ভ বর্তমানে ২১.৩৯ বিলিয়ন ডলার। এছাড়া, আইএমএফকে জানানো আরও একটি হিসাব অনুযায়ী, যেখানে এসডিআর, ব্যাংকগুলোর ক্লিয়ারিং হিসাব এবং আকুর বিল বাদ দিয়ে ব্যবহারের উপযোগী রিজার্ভ ধরা হয়—সেই পরিমাণ এখন প্রায় ১৬ বিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে।

রিজার্ভ বৃদ্ধির পেছনে মূল ভূমিকা রাখছে প্রবাসী আয় বা রেমিট্যান্স। চলতি এপ্রিল মাসের প্রথম ১২ দিনেই দেশে এসেছে ১০৫ কোটি ২৪ লাখ ডলারের রেমিট্যান্স। শুধু মার্চ মাসেই রেমিট্যান্সের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ—এক মাসে এসেছে ৩.২৯ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।