ভ্যাটের একক রেট করতে পারলে ফাঁকি কমে যাবেজুলাই-আগস্ট বিপ্লবের চেতনায় জাতীয় ভ্যাট দিবস উদযাপনকর অব্যাহতি ব্যাপক হারে কমবে: এনবিআর চেয়ারম্যানজুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সব কার্যক্রম ভ্যাটমুক্তঅনলাইনে রিটার্ন দাখিল ৬ লাখ ছাড়িয়েছে
No icon

পেঁয়াজ আমদানিতে কাস্টমস ও রেগুলেটরি শুল্ক অব্যাহতি

আমদানি করা পেঁয়াজে কাস্টমস শুল্ক ও রেগুলেটরি শুল্ক অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।বুধবার (৬ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এ সুবিধা ২০২৫ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে।পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ কাস্টমস ডিউটি ও ৫ শতাংশ রেগুলেটরি ডিউটি আছে। এই প্রজ্ঞাপনের মাধ্যমে রেগুলেটরি ও কাস্টমস ডিউটি অব্যাহতি পেলেন আমদানিকারকরা। এর ফলে দেশে শুল্কমুক্ত পেঁয়াজ আমদানির সুযোগ তৈরি হয়েছে।এর আগে গত সেপ্টেম্বরে মূল্য কমাতে পেঁয়াজ, আলু ও ডিমের আমদানি শুল্ক প্রত্যাহারের প্রস্তাব এনবিআরকে দেয় বাণিজ্য মন্ত্রণালয়।সেপ্টেম্বরে বাজারে আমদানিকৃত এক কেজি পেঁয়াজ ১০০-১১০ টাকা এবং দেশি পেঁয়াজ ১১০-১২০ টাকায় বিক্রি হয়েছে। পরে দাম কমানোর জন্য আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে ৫ শতাংশে নামানো হয়।গত মঙ্গলবার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে দেখা গেছে, শুল্ক কমানোয় কোনো সুফল মেলেনি। এক কেজি পেঁয়াজের খুচরা মূল্য এখন (আমদানিকৃত) ১২০ টাকা এবং দেশি ১৫০ টাকায় বিক্রি হয়েছে। এক মাসের ব্যবধানে আমদানিকৃত পেঁয়াজে ৫ দশমিক ১৩ শতাংশ এবং দেশীয় পেঁয়াজে ২৭ দশমিক ২৭ শতাংশ মূল্য বেড়েছে।