করারোপের আগে বাজার প্রভাব বিশ্লেষণ চান ব্যবসায়ীরাআমদানিতে শুল্ক ঝুঁকি মোকাবিলায় পণ্য খালাসে নতুন পদ্ধতি বেক্সিমকোকে ৫২৫ কোটি ৪৬ লাখ টাকার চেক হস্তান্তর করেছে সরকারঅনলাইন আয়কর রিটার্নে দেশীয় প্রযুক্তির সাফল্যবেক্সিমকোর শ্রমিকদের পাওনা শোধ শুরু ৯ মার্চ: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন
No icon

স্টক এক্সচেঞ্জে দর পতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১২ ফেব্রুয়ারি) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে ২০৯ টির দর কমেছে। এই দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

সূত্র মতে, বুধবার দিন শেষে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২০ পয়সা বা ৫ দশমিক ৮৮ শতাংশ। তাতে দর পতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি। এদিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ৭০ পয়সা বা ৫ দশমিক ৭০ শতাংশ কমেছে। আর শেয়ারদর ২ দশমিক ৭৮ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড।

এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, লুব-রিফ বাংলাদেশ লিমিটেড, মার্কেনটাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি, ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেড, পিপুলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড এবং বাংলাদেশ অটোকারস লিমিটেড।