কর অব্যাহতি পেল গ্রামীণ ব্যাংক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনশুল্ক কমানোর খবরে কমছে চিনির দরদর পতনের শীর্ষে তসরিফা ইন্ডাস্ট্রিজিলাল তালিকামুক্ত হলো পাকিস্তানি সব পণ্যশতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন
No icon

কর ছাড় সুবিধা পেল বাশারাতুল্লাহ মেমোরিয়াল ট্রাস্ট

বাশারাতুল্লাহ চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকে গচ্ছিত সঞ্চয়ী ও স্থায়ী আমানতের সুদ হতে প্রাপ্ত আয়কে ৫ বছরের জন্য কর অব্যাহতি দিয়েছে সরকার। গত রোববার (১৭ ফেব্রুয়ারি) এনবিআর চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সুবিধা দেয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, আয়কর অধ্যাদেশ ১৯৮৪-তে প্রদত্ত ক্ষমতাবলে সরকার বাশারাতুল্লাহ চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংক গচ্ছিত সঞ্চয়ী ও স্থায়ী আমানতের সুদ হতে প্রাপ্ত আয়কে ৫ বছরের জন্য কর অব্যাহতি প্রদান করা হলো। যা অীবলম্বে কার্যকরর হবে। এ সুবিধা পেতে বাশারাতুল্লাহ চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টকে দুটি শর্ত মেনে চলতে হবে। সেগুলো হচ্ছে- কর অব্যাহতি প্রাপ্ত আয় বাশারাতুল্লাহ চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট ডিড-এ উল্লিখিত জনকল্যাণমূলক কাজে ব্যবহার করতে হবে। ট্রাস্টকে অধ্যাদেশ ১৯৮৪-এর সেকশন ৭৫ এ নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষা বিবরণীসহ আয়কর রিটার্ণ দাখিল করতে হবে।