কালো টাকা সাদা করার ব্যবস্থা বাতিলের চেষ্টা করা হবে : এনবিআর চেয়ারম্যানটিআইএন থাকলেও রিটার্ন দেন না, তাদের নোটিশ দেওয়া শুরুকরনীতিতে সংস্কার চান ব্যবসায়ী নেতারামোবাইলে কথা বলার ওপর শুল্ক-কর কমানোর সুপারিশনির্মাণ খাতে শুল্ক-কর কমানোর প্রস্তাব
No icon

কর ছাড় সুবিধা পেল বাশারাতুল্লাহ মেমোরিয়াল ট্রাস্ট

বাশারাতুল্লাহ চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকে গচ্ছিত সঞ্চয়ী ও স্থায়ী আমানতের সুদ হতে প্রাপ্ত আয়কে ৫ বছরের জন্য কর অব্যাহতি দিয়েছে সরকার। গত রোববার (১৭ ফেব্রুয়ারি) এনবিআর চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সুবিধা দেয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, আয়কর অধ্যাদেশ ১৯৮৪-তে প্রদত্ত ক্ষমতাবলে সরকার বাশারাতুল্লাহ চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংক গচ্ছিত সঞ্চয়ী ও স্থায়ী আমানতের সুদ হতে প্রাপ্ত আয়কে ৫ বছরের জন্য কর অব্যাহতি প্রদান করা হলো। যা অীবলম্বে কার্যকরর হবে। এ সুবিধা পেতে বাশারাতুল্লাহ চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টকে দুটি শর্ত মেনে চলতে হবে। সেগুলো হচ্ছে- কর অব্যাহতি প্রাপ্ত আয় বাশারাতুল্লাহ চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট ডিড-এ উল্লিখিত জনকল্যাণমূলক কাজে ব্যবহার করতে হবে। ট্রাস্টকে অধ্যাদেশ ১৯৮৪-এর সেকশন ৭৫ এ নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষা বিবরণীসহ আয়কর রিটার্ণ দাখিল করতে হবে।