কর অব্যাহতি পেল গ্রামীণ ব্যাংক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনশুল্ক কমানোর খবরে কমছে চিনির দরদর পতনের শীর্ষে তসরিফা ইন্ডাস্ট্রিজিলাল তালিকামুক্ত হলো পাকিস্তানি সব পণ্যশতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন
No icon

টিআইএন থাকলে আবশ্যিক রিটার্ন দাখিল করতে হবে যাদের

করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) থাকলে ব্যাক্তি করদাতাকে সংশ্লিষ্ট আয় বছরের জন্য অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে অন্যথায় তাহার বিরুদ্ধে জরিমানা, ৫০ শতাংশ অতিরিক্ত সরলসুদ এবং বিলম্ব সুদ আরপযোগ্য হবে (আয়কর অধ্যাদেশের ১৯৮৪ এর ধারা-১২৪, ৭৩, ৭৩এ আরপযোগ্য)। টিআইএন থাকলে আবশ্যিক রিটার্ন দাখিল করতে হবে যাদের মোট আয় করমুক্ত আয়ের সীমা অতিক্রম করে, আয় বছরের পূর্ববর্তী তিন বছরের যে কোন বছর করদাতার কর নির্ধারন হয়ে থাকে, করদাতা যদি কোন কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক হন; কোন ফার্মের অংশীদার হন; সরকার অথবা সরকারের কোন কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্তা বা ইউনিটের বা প্রচলিত কোন আইন, আদেশের বা দলিলের মাধ্যমে গঠিত কোন কর্তৃপক্ষের কর্মচারী হয়ে আয় বছরের যে কোন সময় ১৬,০০০/- (ষোল হাজার টাকা) বা তদুর্ধ পরিমাণ মুল বেতন পেয়ে থাকেন; কোন ব্যাবসায় বা পেশায় নির্বাহী বা ব্যাবস্থাপনা পদে বেতনভোগী কর্মকর্তা বা কর্মী হন মোটর গাড়ীর মালিক; মুল্য সংযোজন কর আইনের আওতায় নিবন্ধিত কোন ক্লাবের সদস্যপদে থাকা; কোন সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ হতে ট্রেড লাইসেন্স গ্রহণ করে কোন ব্যাবসা বা পেশা পরিচালনাকারী;  চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড একাউন্টেন্ট, আয়কর পেশাজীবী, কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি , সার্ভেয়ার, শিল্প বিষয়ক চেম্বার অথবা ব্যাবসায়িক সংঘ এর সদস্যপদ থাকলে ; কোন পৌরসভা, সিটি কর্পোরেশন এবং সংসদ সদস্য পদে প্রার্থী হওয়া; কোন সরকারী, আধা সরকারী, সহায়ত্ব শাসিত সংস্থা বা কোন স্থানীয় সরকারের অধীন টেন্ডারে অংশগ্রহণকারী; কোন কোম্পানী অথবা কোন গ্রুপ অব কোম্পানীর পরিচালনা পর্ষদে চাকুরী করেন, ইত্যাদি (আয়কর অধ্যাদেশের ১৯৮৪ এর ধারা- ৭৫ অনুযায়ী)।