এনবিআর আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের যাত্রা শুরুনকল পণ্য প্রতিরোধে আমদানির ওপর শুল্ক কমানোর দাবিঅনলাইনে ৯৬ ঘণ্টা ভ্যাট কার্যক্রম বন্ধ থাকবেরমজানে ভোজ্যতেলের দাম কমাতে কর অব্যাহতিখোদ সরকারি প্রতিষ্ঠানের শুল্ক বাকি ১৮ হাজার কোটি টাকা, ৩৭ চিঠি দিয়েও ব্যর্থ এনবিআর
No icon

৩০ নভেম্বরের পর রিটার্ন দাখিলে আইনি বাধা নেই: এনবিআর

করদাতারা যে কোনো সময় আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থাকলেও এর পরেও যে কোনো করদাতা রিটার্ন দাখিল করতে পারবেন। এ ক্ষেত্রে নতুন আয়কর আইন-২০২৩ অনুসারে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছে সংস্থাটি। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে প্রকাশিত এ-সংক্রান্ত একটি সংবাদের কারণে সাধারণ করদাতাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় গতকাল রোববার এনবিআরের পক্ষ থেকে এ বিষয়ে ব্যাখ্যা প্রদান করা হয়। এতে বলা হয়, আয়কর আইন ২০২৩ অনুযায়ী যে কোনো করদাতা যে কোনো সময়ে রিটার্ন দাখিল করতে পারবেন।এনবিআরের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন আইনের ধারা ১৭১ অনুযায়ী প্রত্যেক করদাতাকে করদিবসের (৩০ নভেম্বরের) মধ্যে বা এর আগে রিটার্ন দাখিলের বিধান রয়েছে। এ ক্ষেত্রে ধারা ১৭৩ অনুযায়ী কর পরিশোধের বিধান রয়েছে। তবে কোনো করদাতা করদিবসের মধ্যে রিটার্ন দাখিলে ব্যর্থ হলে তিনি কর দিবস-পরবর্তী যে কোনো সময়ে রিটার্ন দাখিল করতে পারবেন এবং ধারা ১৭৪ অনুযায়ী কর পরিশোধ করতে পারবেন। নতুন আইনে রিটার্ন দাখিলের জন্য সময় বাড়ানোর কোনো বিধান রাখা হয়নি। কেননা, করদাতারা এখন যে কোনো সময় রিটার্ন দাখিল করতে পারবেন।