এনবিআর আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের যাত্রা শুরুনকল পণ্য প্রতিরোধে আমদানির ওপর শুল্ক কমানোর দাবিঅনলাইনে ৯৬ ঘণ্টা ভ্যাট কার্যক্রম বন্ধ থাকবেরমজানে ভোজ্যতেলের দাম কমাতে কর অব্যাহতিখোদ সরকারি প্রতিষ্ঠানের শুল্ক বাকি ১৮ হাজার কোটি টাকা, ৩৭ চিঠি দিয়েও ব্যর্থ এনবিআর
No icon

৩ মাসে আয়কর রিটার্ন জমা হয়েছে ৪ লাখ ৩৯ হাজার

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত মোট টিআইএনধারীর সংখ্যা ছিল ৯০ লাখ ৩ হাজার ২০৬। গত সেপ্টেম্বর পর্যন্ত তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৩ লাখ ৪৬ হাজার ৮৫৯ জন। অন্যদিকে, ২০২২-২৩ বছরে আয়কর রিটার্ন জমার পরিমাণ ছিল ৩৫ লাখ ২৯ হাজার ২৬৩ জন। গত জুলাই-সেপ্টেম্বর মাস পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ৪ লাখ ৩৯ হাজার ৫৯৯ জন, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ বেশি। তবে অনলাইনে রিটার্ন জমার হিসাব আলাদাভাবে করা হয়েছে। ২০২১-২২ অর্থবছরে অনলাইনে ৬১ হাজার ২০৩ জন রিটার্ন জমা দিয়েছিলেন। পরের বছর, অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরে ২ লাখ ৪৪ হাজার ৮৮১ জন অনলাইনে রিটার্ন জমা দেন। চলতি অর্থবছরের অক্টোবর মাস পর্যন্ত ২৭ হাজার ৬১২ জন করদাতা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন।

এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, বিভিন্ন কারণে অনেক ব্যক্তিকে টিআইএন সনদ নিতে হয়, কিন্তু তাঁদের সবার ক্ষেত্রে আয়কর প্রযোজ্য নয়। এ কারণে টিআইএনের সংখ্যার সঙ্গে প্রকৃত করদাতার সংখ্যার তারতম্য হয়। তবে আমরা ব্যক্তিকরদাতার সংখ্যা বৃদ্ধির চেষ্টা করে যাচ্ছি।