সিগারেটে কার্যকর করারোপ না করায় রাজস্ব হারিয়েছে সরকারআরও এক মাস বাড়ল রিটার্ন জমার সময়এনবিআর আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের যাত্রা শুরুনকল পণ্য প্রতিরোধে আমদানির ওপর শুল্ক কমানোর দাবিঅনলাইনে ৯৬ ঘণ্টা ভ্যাট কার্যক্রম বন্ধ থাকবে
No icon

আয়কর রিটার্ন জমার সময় বাড়বে কিনা, জানাল এনবিআর

৩০ নভেম্বর আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। এ সময়ের মধ্যে কেউ রিটার্ন জমা দিতে না পারলে আয়কর আইন অনুযায়ী তাকে জরিমানা ও সুদ পরিশোধ করতে হবে।যদিও গত বছর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রিটার্ন দাখিলের সময় দুই মাস বাড়িয়েছিল। এ বছরও কি সময় বাড়ানো হতে পারে? এমন প্রশ্ন অনেকের। তবে এ প্রশ্নে কোনো স্পষ্ট আভাস দেয়নি এনবিআর।কর সেবা মাস উপলক্ষে এনবিআর সম্মেলন কক্ষে রোববার প্রেস ব্রিফিংয়ে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, সময় বৃদ্ধি নিয়ে আমরা এখনও ভাবিনি। আমরা দেখি কী পরিমাণ রিটার্ন জমা হয়। যেহেতু জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় আমরা স্বাভাবিক কাজকর্ম থেকে বিরত ছিলাম, একটু তো বিঘ্ন ঘটেছে।তিনি জানান, সময় বাড়ানো নিয়ে এনবিআর নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করবে। তারা যদি রাজি হন, সময় বাড়লেও বাড়তে পারে। তবে সেটা আগাম বলার কোনো সুযোগ নেই।