কর ফাঁকির অভিযোগে ব্রিটেনের উপপ্রধানমন্ত্রীর পদত্যাগঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে এইচ আর টেক্সটাইলএনবিআর ও কাস্টমসের জটিলতা নিরসনের দাবি তৈরি পোশাক ক্রেতাদেরমার্কিন শুল্ক সুবিধা কাজে লাগাতে কৌশল নেওয়ার পরামর্শ ৪০ ক্রেতারদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩১৪৩২ দশমিক ০৮ মিলিয়ন ডলার
No icon

২০০ বিলিয়ন ডলারের ক্লাবে মার্ক জাকারবার্গ

জেফ বেজোস ও বার্নার্ড আরনল্ট এবার পেছনে তাকিয়ে দেখতেই পারেন মার্ক জাকারবার্গ তাঁদের কতটা কাছে এসে পড়েছেন। অন্তত ২০০ বিলিয়ন ডলার বা ২০ হাজার কোটি ডলারের সম্পদ আছে, এমন মানুষের সংখ্যা পৃথিবীতে মাত্র ৪ জন। এই চতুর্থজনই হলেন মার্ক জাকারবার্গ। মাত্রই তিনি এই ২০০ বিলিয়ন ডলারের ক্লাবে যোগ দিলেন।

ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্সের সর্বশেষ হিসাবে, ২০২৪ সালে ফেসবুকের মালিক কোম্পানি মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা জাকারবার্গের ব্যক্তিগত সম্পদ বেড়েছে ৭৩ দশমিক ৪ বিলিয়ন বা ৭ হাজার ৩৪০ কোটি ডলার। ফলে তাঁর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২০১ বিলিয়ন ডলারে। অর্থাৎ তিনি এই ক্লাবের অন্য তিনজনের সঙ্গী হলেন।