মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলার জেরে জ্বালানি তেলের বাজারে সরবরাহ উদ্বেগ দেখা দিয়েছে। এতে এক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে ৯ শতাংশের উপরে।
বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৯.০৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয় ৭৪.৩৮ মার্কিন ডলার। এর পাশাপাশি লন্ডনের বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দামও এক সপ্তাহে ৯.১০ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয় ৭৮.০৫ ডলার।
প্রতিষ্ঠানটি জানায়, লেবাননে ইসরায়েলের হামলা এবং তার জেরে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা চালানোর পর থেকে এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কায় তেলের দাম বাড়ছে। তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের অন্যতম সদস্য দেশ ইরান। ফলে এই দেশটি যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়লে জ্বালানি তেল সরবরাহ বিঘ্নিত হতে পারে।