ডিসেম্বরের মধ্যেই রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ হচ্ছেএনবিআর কর্মকর্তা গ্রাহকের ব্যক্তিগত তথ্য দেখতে পারবে না : এনবিআর চেয়ারম্যান২২ কোটি টাকা কর ফাঁকি, সালাম মুর্শেদীর ব্যাংক হিসাব জব্দঅনলাইনে রিটার্ন জমায় করদাতাদের প্রশিক্ষণ দেবে এনবিআরঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
No icon

ভারতের রিজার্ভ এক সপ্তাহে কমেছে ৮.৫ বিলিয়ন

ভারতের বিদেশি মুদ্রার রিজার্ভ হ্রাসের ধারা অব্যাহত আছে। সর্বশেষ ২০ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির রিজার্ভ আরও ৮৫০ কোটি ডলার বা ৮ দশমিক ৫ বিলিয়ন কমেছে; গত এক মাসের মধ্যে যা সর্বোচ্চ। গত সাত মাসের মধ্যে এটাই ভারতের সর্বনিম্ন রিজার্ভ।

২০ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে বিদেশি মুদ্রার পরিমাণ কমে দাঁড়িয়েছে ৬৪৪ দশমিক ৩৯ বিলিয়ন বা ৬৪ হাজার ৪৩৯ কোটি ডলার। অন্যান্য সম্পদের নিরিখেও ভারতের রিজার্ভ কমেছে। ২০ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে সোনা রিজার্ভের মূল্যমান ২ দশমিক ৩ বিলিয়ন বা ২৩০ কোটি ডলার হ্রাস পেয়ে ৬৫ দশমিক ৭ বিলিয়ন বা ৬ হাজার ৫৭০ কোটি ডলার কমেছে। স্পেশাল ড্রয়িং রাইটস কমেছে ১১ কোটি ২০ লাখ ডলার; কমে দাঁড়িয়েছে ১৭ দশমিক ৮৮ বিলিয়ন বা ১ হাজার ৭৮৮ কোটি ডলার। এ ছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফে সংরক্ষিত রিজার্ভ কমেছে ২৩ মিলিয়ন বা ২ কোটি ৩০ লাখ ডলার কমে দাঁড়িয়েছে ৪২ দশমিক ১৭ বিলিয়ন বা ৪ হাজার ২১৭ কোটি ডলার।