বাংলাদেশ থেকে পাট আমদানি বাড়াতে চায় পাকিস্তান ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে হাক্কানি পাল্পঅনলাইনে আয়কর রিটার্ন জমায় কাগজপত্র আপলোড করতে হবে নাযে কারণে কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পেরশুক্র ও শনিবার চালু থাকবে ঢাকা কাস্টমসের কার্যক্রম
No icon

বন্দর উন্নয়নে সিঙ্গাপুরকে বিনিয়োগের আহ্বান নৌ উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন

বাংলাদেশের জাহাজশিল্পসহ বন্দর অবকাঠামো উন্নয়নে সিঙ্গাপুরকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (১৫ জুলাই) সিঙ্গাপুরে অনুষ্ঠিত সিঙ্গাপুরের ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী জেফ্রি সিওর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান। 

নৌপরিবহন উপদেষ্টা বলেন, ‘বর্তমানে বাংলাদেশের জাহাজশিল্প খাতে বিনিয়োগের অনুকূল পরিবেশ বিরাজ করছে এবং সব প্রক্রিয়া এখন স্বচ্ছতার সঙ্গে উন্মুক্ত মাধ্যমে পরিচালিত হচ্ছে। দেশের সম্ভাবনাময় জাহাজশিল্প খাতসহ বন্দর অবকাঠামো উন্নয়নে সিঙ্গাপুর বিনিয়োগ করতে পারে।