বঙ্গবন্ধুর নামে থাকা প্রতিষ্ঠানে অনুদানে করছাড় বাতিল করছে সরকারখেজুর আমদানিতে শুল্ক-কর কমলদেশে উৎপাদিত প্রসাধনীতে করের বোঝা, আমদানিতে ছাড়ভোজ্যতেল আমদানিতে কমলো ভ্যাটখেজুর আমদানিতে শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহারের সুপারিশ
No icon

ভ্যাট কর্মকর্তাদের পুরস্কার আছে, শাস্তি নেই

প্রস্তাবিত বাজেটে ভ্যাট কর্মকর্তাদের কাজে উৎসাহ যোগাতে নতুন ভ্যাট আইনে আর্থিক পুরস্কারের বিধান রাখা হয়েছে। এ জন্য সংযুক্ত করা হয়েছে নতুন একটি ধারা। পাশাপাশি পুরস্কার নিশ্চিত করতে তহবিল গঠনের বিধান রাখা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়।মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। নতুন আইনের আওতায় আদায় করা রাজস্বের দশমিক ৫০ শতাংশ দিয়ে পুরস্কার ও কর্মদক্ষতা প্রণোদনা প্রদানযোগ্য অর্থের জন্য তহবিল গঠণের বিধান রাখা হয়েছে।

বাজেটে ভ্যাট কর্মকর্তাদের পুরস্কারের বিধান রাখলেও ব্যবসায়ীদের হয়রানি এবং অসাধু কাজে জড়িতদের জন্য শাস্তির বিধান রাখা হয়নি।

উল্টো দায়মুক্তির বিধান রাখা হয়েছে। আইনে সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ নামে নতুন একটি ধারা যুক্ত করা হয়েছে।