চলতি করবর্ষে নিয়মিত রিটার্ন জমার শেষ সময় ছিল গত ১ ডিসেম্বর। এ সময় পর্যন্ত রিটার্ন জমা হয়েছে প্রায় ২২ লাখ। এতে সরকারের আদায় ২৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। গত করবর্ষে নিয়মিত রিটার্ন জমার শেষ সময় ছিল ২ ডিসেম্বর। এ সময় পর্যন্ত রিটার্ন জমা হয় ২০ লাখ ছয় হাজার ৭১৫। এতে সরকারের আয় হয় ২২ হাজার ২৬৪ কোটি টাকা। তবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেন, করবর্ষের শেষ সময় পর্যন্ত রিটার্ন জমার পরিমাণ ২৫ লাখ ছাড়িয়ে যাবে।
এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, করজালের বিস্তারে জোর দেওয়া হয়েছে। এবারে রিটার্ন জমা ও আদায় বেড়েছে। অনেকে নিয়মিত সময়ের পরেও রিটার্ন জমা দিতে সময় চেয়ে আবেদন করেছে। আমি আশা করছি চলতি করবর্ষের শেষ হিসাবে রেকর্ড পরিমাণ রিটার্ন জমা ও আদায় হবে।