এখন থেকে গুগল, ফেসবুক, অ্যামাজনের মতো বিদেশি প্রতিষ্ঠানের সেবার বিপরীতে ব্যাংকগুলো কী পরিমাণ মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় করছে প্রতি মাসে সে তথ্য পাঠাতে হবে। এক মাসের তথ্য পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড ও সংশ্লিষ্ট মূসক এজেন্ট বরাবর পাঠাতে হবে। বুধবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়।সার্কুলারে বলা হয়েছে, গত ২৪ জুন এনবিআরে অনুষ্ঠিত সভায় ফেসবুক, গুগল ও অ্যামাজনের মতো অনিবাসী প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহকৃত সেবার বিপরীতে মূসক কর্তনের তথ্য সংগ্রহের সিদ্ধান্ত হয়। এ ধরনের সেবার বিপরীতে বিদেশে পাঠানো অর্থের ওপর উৎসে কর্তিত মূসকের হিসাব বিবরণী বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের প্রধান কার্যালয়ের মাধ্যমে পরবর্তী মাসের ৭ দিনের মধ্যে এনবিআরের সদস্য (মূসক নীতি) বরাবর পাঠাতে হবে। সংশ্লিষ্ট মূসক এজেন্ট বরাবরও এ তথ্য দিতে হবে।বাংলাদেশ ব্যাংক নির্ধারিত ফরম্যাটের আলোকে এনবিআরকে প্রতি মাসে এ তথ্য দিতে হবে। এক্ষেত্রে কবে কোন শাখার মাধ্যমে কার থেকে কতো মূসক আদায় হচ্ছে সে তথ্য পাঠাতে হবে। অর্থ টাকা না ডলারে আদায় হচ্ছে সে তথ্যও উল্লেখ করতে হবে।