বঙ্গবন্ধুর নামে থাকা প্রতিষ্ঠানে অনুদানে করছাড় বাতিল করছে সরকারখেজুর আমদানিতে শুল্ক-কর কমলদেশে উৎপাদিত প্রসাধনীতে করের বোঝা, আমদানিতে ছাড়ভোজ্যতেল আমদানিতে কমলো ভ্যাটখেজুর আমদানিতে শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহারের সুপারিশ
No icon

চলতি অর্থবছরে টিআইএনধারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ লাখ

গত সাড়ে তিন বছরে টিআইএনধারীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। চলতি ২০২১-২২ অর্থবছরে সব মিলিয়ে ২৬ লাখ টিআইএনধারী বার্ষিক আয়-ব্যয়ের বিবরণ জানিয়ে রিটার্ন জমা দেন।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার টিআইএনধারীর সংখ্যা ৭৫ লাখের ঘর স্পর্শ করে। গতকাল সোমবার পর্যন্ত দেশের মোট টিআইএনধারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ লাখ ৯ হাজার ৮০১। তাঁরা সবাই এনবিআরের নিবন্ধিত ব্যক্তিশ্রেণির করদাতা।

এ সময়ে প্রায় ৪০ লাখ নতুন টিআইএনধারী নিবন্ধিত হয়েছেন। ২০১৮ সালের ডিসেম্বর মাসে মোট ৩৬ লাখ টিআইএনধারী ছিল। গত ৪ বছরে প্রতিবছর ১২-১৩ লাখ নতুন করদাতা পাওয়া গেছে। কয়েক বছর আগে বেসরকারি প্রতিষ্ঠানে নির্বাহী পর্যায়ের কর্মীদের টিআইএন নেওয়া এবং রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করার পর দ্রুত টিআইএনধারীর সংখ্যা বাড়তে থাকে।
সর্বশেষ হিসাবে, চলতি ২০২১-২২ অর্থবছরে সব মিলিয়ে ২৬ লাখ টিআইএনধারী বার্ষিক আয়-ব্যয়ের বিবরণ জানিয়ে রিটার্ন জমা দেন। এক-তৃতীয়াংশ টিআইএনধারী রিটার্ন দেন। শুধু জমি কেনা ও ক্রেডিট কার্ডের জন্য টিআইএন নেওয়া হয়েছে, এমন টিআইএনধারী ছাড়া সবার রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। বাস্তবে প্রায় অর্ধকোটি টিআইএনধারী বছর শেষে রিটার্ন জমা দেন না।