বঙ্গবন্ধুর নামে থাকা প্রতিষ্ঠানে অনুদানে করছাড় বাতিল করছে সরকারখেজুর আমদানিতে শুল্ক-কর কমলদেশে উৎপাদিত প্রসাধনীতে করের বোঝা, আমদানিতে ছাড়ভোজ্যতেল আমদানিতে কমলো ভ্যাটখেজুর আমদানিতে শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহারের সুপারিশ
No icon

কোম্পানি রিটার্ন দাখিলের সময় বাড়ল ১৫ জুন পর্যন্ত

কোম্পানি শ্রেণির আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। বিভিন্ন করদাতা কোম্পানির অনুরোধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সময় বাড়িয়েছে।সোমবার এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. মহিদুল ইসলাম চৌধুরীর সই করা এক আদেশে এ তথ্য জানা গেছে।এতে বলা হয়, ২০২২-২০২৩ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের জন্য যেসকল কোম্পানি করদাতা সময় বৃদ্ধির আবেদন করেছেন তাদের জন্য জাতীয় রাজস্ব বোর্ড আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ জুন পর্যন্ত বাড়াল।জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে উল্লেখ করা হয়েছে।