কোম্পানি শ্রেণির আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। বিভিন্ন করদাতা কোম্পানির অনুরোধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সময় বাড়িয়েছে।সোমবার এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. মহিদুল ইসলাম চৌধুরীর সই করা এক আদেশে এ তথ্য জানা গেছে।এতে বলা হয়, ২০২২-২০২৩ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের জন্য যেসকল কোম্পানি করদাতা সময় বৃদ্ধির আবেদন করেছেন তাদের জন্য জাতীয় রাজস্ব বোর্ড আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ জুন পর্যন্ত বাড়াল।জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে উল্লেখ করা হয়েছে।