জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দুই ভাগে বিভক্ত করার প্রক্রিয়া আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ না হলেও অন্তর্বর্তী সরকারের আমলেই এই কাঠামোগত সংস্কার বাস্তবায়ন হবে।গতকাল মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। গত ৩১ ডিসেম্বরের মধ্যে এনবিআর বিভক্ত করার কথা থাকলেও তা বাস্তবায়ন না হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, দেখুন ফেব্রুয়ারির ১২ তারিখের মধ্যে হয় কিনা। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন। ছোট একটা জিনিস আছে। হবে। অন্তর্বর্তী সরকারের আমলেই এটা হবে।ইতোমধ্যে রাজস্বনীতি প্রণয়ন ও রাজস্ব আদায় এ দুটি গুরুত্বপূর্ণ কার্যক্রম আলাদা করার লক্ষ্যে এনবিআরকে দুই ভাগে বিভক্ত করার অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী, একটি সংস্থা রাজস্ব আদায় ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে। আর অন্য সংস্থাটি করনীতি প্রণয়ন, গবেষণা ও সংস্কার কার্যক্রম দেখভাল করবে। তবে এখনও এটি বাস্তবায়ন সম্ভব হয়নি।সংশ্লিষ্টদের মতে, এই বিভাজনের মাধ্যমে দায়িত্বের স্পষ্টতা এবং রাজস্ব ব্যবস্থাপনায় দক্ষতা ও স্বচ্ছতা বাড়বে। এতে কর আদায়ে কাঙ্ক্ষিত গতি আসার পাশাপাশি করদাতাদের ওপর প্রশাসনিক চাপ কমবে বলেও আশা করা হচ্ছে।এদিকে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা প্রথমে এ নিয়ে কিছু বলতে রাজি হননি। পরে তিনি বলেন, দেখা যাক কী করা যায়।

