ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক১৭ হাজার কোটি টাকার শেয়ার জব্দ করা হয়েছে কর্পোরেট করহার ১২ শতাংশ চায় বিজিএমইএবন্ধ করা হলো ভারত থেকে স্থলপথে সুতা আমদানিঅনলাইনে সবার আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক হচ্ছে: এনবিআর
No icon

একাধিক ভ্যাট হার হচ্ছে

নতুন মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আইনের সংশোধনের বিষয়ে একমত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যবসায়ীরা। এনবিআর নতুন ভ্যাট আইনে যেসব সংশোধনী আনতে চায়, সেই সব সংশোধনী প্রস্তাব শিগগিরই ব্যবসায়ীদের কাছে পাঠাবে। সংশোধনী প্রস্তাবের মধ্যে অন্যতম হলো একক ১৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে একাধিক ভ্যাট হার। এ ছাড়া ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত পণ্যের তালিকা যেমন বাড়বে, তেমনি সম্পূরক শুল্কের আওতা বৃদ্ধি করার প্রস্তাবও আছে। কেন্দ্রীয়ভাবে ব্যবসায় নিবন্ধনের বদলে এলাকাভিত্তিক ভ্যাট কমিশনারেট থেকে ভ্যাটদাতা প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন নেওয়া যাবে।

গতকাল বুধবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নেতাদের সঙ্গে ভ্যাট আইন নিয়ে বিশেষ বৈঠক করেছেন এনবিআরের কর্মকর্তারা। সেগুনবাগিচার এনবিআর কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা হয়। এফবিসিসিআইয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন। সভায় এনবিআরের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়াসহ সংস্থার একাধিক সদস্য উপস্থিত ছিলেন।