অনলাইনে ৯৬ ঘণ্টা ভ্যাট কার্যক্রম বন্ধ থাকবেরমজানে ভোজ্যতেলের দাম কমাতে কর অব্যাহতিখোদ সরকারি প্রতিষ্ঠানের শুল্ক বাকি ১৮ হাজার কোটি টাকা, ৩৭ চিঠি দিয়েও ব্যর্থ এনবিআরভ্যাটের একক রেট করতে পারলে ফাঁকি কমে যাবেজুলাই-আগস্ট বিপ্লবের চেতনায় জাতীয় ভ্যাট দিবস উদযাপন
No icon

নতুন ভ্যাট আইনেই বাজেট প্রস্তাবনা চায় এনবিআর

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর আলোকে আগামী ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট প্রস্তাবনা চায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ। আগামী বাজেটে নতুন ভ্যাট আইন বাস্তবায়নের উদ্দেশ্যেই ভ্যাট বিভাগ এমন পদক্ষেপ নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গত ২০ ফেব্রুয়ারি মূসক আইন ও বিধির দ্বিতীয় সচিব মো. তারেক হাসানের সই করা চিঠিতে এমন প্রস্তাবনার কথা বলা হয়েছে। যা এনবিআরের ভ্যাট ও কাস্টমস বিভাগের সকল কমিশনারেটে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, রাজস্ব আদায় বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং পদ্ধতিগত জটিলতা নিরসনকল্পে প্রতি অর্থবছর বাজেটে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এনবিআরের মূল্য সংযোজন কর অনুবিভাগ থেকে ২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। বাস্তব অভিজ্ঞতার আলোকে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬ এবং দ্য এক্সাইজ অ্যান্ড সল্ট অ্যাক্ট ১৯৪৪ অধীনে প্রতিষ্ঠানের সুচিন্তিত মতামত, প্রস্তাব ও সুপারিশ ছক মোতাবেক প্রেরণ করার জন্য অনুরোধ করা গেল। যা ৭ মার্চের মধ্যে প্রেরণ করতে হবে। প্রয়োজনে 1st.sec.vatpolicy@gmail.com এ ই-মেইল করা যেতে পারে। নির্ধারিত সময়ের পরে নির্দিষ্টকৃত ফরমেট বা সফট কপি ছাড়া প্রস্তাব প্রেরণ হলে তা বাজেট আলোচনায় অন্তর্ভূক্তির জন্য বিবেচনা করা সম্ভব হবে না।

এর আগে এনবিআর কর্মকর্তাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ভ্যাট আইন বাস্তবায়নের পক্ষে মত দিয়েছেন। বৈঠকে ভ্যাট আইনের যেসব ধারায় ব্যবসায়ীরা আপত্তি জানিয়েছেন তা নিয়ে এনবিআরকে ব্যবসায়ী নেতাদের সঙ্গে সংলাপে বসে সমাধান করতে নির্দেশনা দেন।

চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা ২ লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকা। ভ্যাট ১ লাখ ১০ হাজার কোটি টাকা, শুল্ক ৮৪ হাজার কোটি টাকা। গত ডিসেম্বর পর্যন্ত অর্থবছরের ছয় মাসে এনবিআরের রাজস্ব আদায়ে ঘাটতি ২৭ হাজার ৯৯৯ কোটি টাকা। ভ্যাটে ১১ হাজার ৫৭১ কোটি টাকা ও শুল্কে ৯ হাজার ৭৫১ কোটি টাকা ঘাটতি আছে।