শতাধিক পণ্য ও সেবায় বাড়ল শুল্ক-কর, অধ্যাদেশ জারিমেট্রোরেলে আরও এক বছর ভ্যাট মওকুফভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত: ব্যবসায়ীরা ক্ষুব্ধ, আন্দোলনের হুমকি৪৩ পণ্য ও সেবায় ভ্যাট বাড়ছেবায়োমেট্রিক সিমবিহীন করদাতাদের সুখবর দিল এনবিআর
No icon

গুগল-ফেসবুকের ভ্যাটের তথ্য পাঠাতে হবে কাস্টমসে

এখন থেকে দেশে অনিবাসী সেবাদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে নেওয়া ভ্যাট বা মূসক বিবরণীর তথ্য কাস্টমস অফিসে পাঠাতে হবে। ফলে গুগল, ফেসবুক ও অ্যামাজনসহ এ জাতীয় প্রতিষ্ঠানের মূসক বিবরণী তথ্য কাস্টমস অফিসে পাঠাতে হবে ব্যাংকগুলোকে। এতদিন এসব তথ্য রাজস্ব বোর্ডের মূসক নীতি বিভাগে পাঠাতো ব্যাংকগুলো। বুধবার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে। দেশের সকল অনুমোদিত ব্যাংকগুলোর কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী মূসকের নির্ধারিত হিসাব বিবরণীর তথ্য কাস্টমস অফিসে পাঠাতে হবে। এক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের পরিবর্তে কাকরাইলের আইডিইবি ভবনে এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকার (দক্ষিণ) কাস্টমস কমিশনার বরাবর পাঠাতে পরামর্শ দেওয়া যাচ্ছে।

প্রতি মাসের হিসাব বিবরণী পরবর্তী মাসের ৭ কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।