এখন থেকে রংপুর সিটি করপোরেশন এলাকার বাসিন্দারা তাঁদের বাড়ির কর বা হোল্ডিং ট্যাক্স বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে যে কোনো সময় যে কোনো স্থান থেকে পরিশোধ করতে পারবেন। এর ফলে প্রায় ৫০ হাজার বাড়ির মালিক সহজে, সাশ্রয়ে এবং নিরাপদে কর পরিশোধের সুযোগ পাবেন। বাড়তি সময় ব্যয় না করে ঝামেলামুক্তভাবে কর পরিশোধের সুবিধা থাকায় এ পদ্ধতিতে কর আদায়ের পরিমাণও বাড়বে।সম্প্রতি এ বিষয়ে রংপুর সিটি করপোরেশন ও বিকাশ একটি চুক্তি স্বাক্ষর করে। রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বিকাশের রিজিওনাল ম্যানেজার গৌরী শংকর পাল, স্ট্র্যাটেজি অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার আহমেদ রুবায়েতসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এতে বলা হয়, বিকাশ অ্যাপ থেকে কয়েকটি ধাপ অনুসরণ করে খুব সহজেই কর পরিশোধ সেবা নিতে পারবেন গ্রাহকরা। অ্যাপের পে বিল থেকে সরকারি ফি অপশনে ক্লিক করে রংপুর সিটি করপোরেশন ট্যাপ করতে হবে। পরবর্তীতে হোল্ডিং ট্যাক্স নাম্বার দিয়ে সহজেই কর দিতে পারবেন গ্রাহকরা। রংপুর সিটি করপোরেশন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশন ও সিলেট সিটি করপোরেশনের বাসিন্দারা বিভিন্ন সেবার ফি বিকাশে পরিশোধ করতে পারছেন।