করারোপের আগে বাজার প্রভাব বিশ্লেষণ চান ব্যবসায়ীরাআমদানিতে শুল্ক ঝুঁকি মোকাবিলায় পণ্য খালাসে নতুন পদ্ধতি বেক্সিমকোকে ৫২৫ কোটি ৪৬ লাখ টাকার চেক হস্তান্তর করেছে সরকারঅনলাইন আয়কর রিটার্নে দেশীয় প্রযুক্তির সাফল্যবেক্সিমকোর শ্রমিকদের পাওনা শোধ শুরু ৯ মার্চ: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন
No icon

ভ্যাট বিষয়ক বাজেট প্রস্তাব চেয়েছে এনবিআর

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ভ্যাটসহ সংশ্লিষ্ট আইন যুগোপযোগী ও অংশীদারত্বমূলক করতে ব্যবসায়ী সংগঠনগুলোর কাছ থেকে প্রস্তাব চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।৬ মার্চের মধ্যে বিভিন্ন চেম্বার ও বণিক সমিতিগুলোকে ছক তৈরি করে এনবিআরের ভ্যাট নীতি শাখার কাছে (হার্ড কপি) সুপারিশ ও প্রস্তাব পাঠাতে অনুরোধ করা হয়েছে।হার্ডকপির পাশাপাশি সরাসরি ই মেইলের (vatpolicy@gmail.com ) মাধ্যমেও প্রস্তাব সুপারিশ পাঠানো যাবে।রোববার (৯ ফেব্রুয়ারি) এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।এনবিআর জানায়, বিভিন্ন ব্যবসায়ী সমিতি, চেম্বার ও প্রতিষ্ঠানের কাছে পাঠানো চিঠিতে মোট তিনটি বিষয়ে ব্যবসায়ীদের কাছ থেকে মতামত চাওয়া হয়েছে। বিষয়গুলো হচ্ছে - মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ ও এক্সাইজ অ্যান্ড সল্ট অ্যাক্ট ১৯৪৪।এর আগে সম্প্রতি ২০২৫ ২০২৬ অর্থবছরের বাজেট প্রণয়নে প্রত্যক্ষ কর ব্যবস্থাকে আরও যুগোপযোগী ও অংশীদারত্বমূলক করার লক্ষ্যে ওই প্রস্তাবনা চাওয়া হয়।এনবিআরের চিঠিতে ব্যবসায়ীদের বাস্তব অভিজ্ঞতার আলোকে ভ্যাটসহ অন্যান্য পরোক্ষ করসংক্রান্ত আইন-বিধির ওপর সুচিন্তিত মতামত, প্রস্তাব ও সুপারিশ চাওয়া হয়েছে বলেও জানা যায়।