চট্টগ্রাম বন্দরের একটি টার্মিনাল পরিচালনার ভার দিতে চলেছে সৌদিকে আবারও সেরা করদাতা জর্দা ব্যবসায়ী কাউছ মিয়াসেরা করদাতা সম্মাননা পাচ্ছে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি অর্থনীতি সর্বোচ্চ ভ্যাট দিয়ে দেশসেরা ৯ প্রতিষ্ঠান
No icon

ফার্ম বা ব্যক্তিসংঘ হতে প্রাপ্ত আয় কি মোট আয়ের অন্তর্ভূক্ত হবে ?


কোন স্বাভাবিক ব্যক্তি করদাতা যদি ফার্ম বা ব্যক্তিসংঘ হতে আয় প্রাপ্ত হন তবে তিনি উক্তরুপ আয় তার মোট আয়ের অন্তর্ভূক্ত করবেন এবং পরবর্তীতে তিনি নিয়মানুযায়ী গড়করণের মাধ্যমে উক্তরুপ আয়ের জন্য রেয়াত প্রাপ্ত হবেন।