ইরানের তেল রফতানিতে বাধা নেইদশ পণ্যে রাজস্ব আহরণে ধসআমদানিনির্ভর নিত্যপণ্যের শুল্ককর যৌক্তিক হতে হবেমেট্রোরেলে ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার চায় আইপিডিস্বর্ণালংকারে ভ্যাট কমানোর দাবি বাজুসের
No icon

রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ নিতে রাজি এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ নিতে রাজি আছি। তবে করোনাভাইরাসের প্রভাব অব্যাহত থাকলে লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হবে। শুক্রবার (১২ জুন) অর্থমন্ত্রীর বাজেট-পরবর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন এনবিআর চেয়ারম‌্যান। কৌশলগত পরিকল্পনার কথা তুলে ধরে আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায়ে কর ফাঁকি রোধে সবকিছু অটোমেশন করা হবে। পাশাপাশি করজালের আওতা বাড়ানো হবে।

তিনি বলেন, মোবাইল ফোন সেবার ওপর সম্পূরক শুল্ক মাত্র ৫ শতাংশ বাড়ানো হয়েছে। এটা ব্যবহারকারীদের বহন করার সক্ষমতা আছে। মোবাইল কলরেট কম থাকায় মানুষের মধ্যে বেশি কথা বলার প্রবণতা তৈরি হয়েছে। ফলে বর্ধিত কর তারা পরিশোধ করতে পারবে।