বঙ্গবন্ধুর নামে থাকা প্রতিষ্ঠানে অনুদানে করছাড় বাতিল করছে সরকারখেজুর আমদানিতে শুল্ক-কর কমলদেশে উৎপাদিত প্রসাধনীতে করের বোঝা, আমদানিতে ছাড়ভোজ্যতেল আমদানিতে কমলো ভ্যাটখেজুর আমদানিতে শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহারের সুপারিশ
No icon

‘আগামী বাজেটে প্রণোদনা কমিয়ে দেওয়া হবে’

আগামী অর্থবছরের বাজেটে প্রণোদনা কমিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ভূঁইয়া। বুধবার (১০ এপ্রিল) এনবিআরের সম্মেলন কক্ষে ২০১৯-২০২০ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় তিনি এই তথ্য জানান। আলোচনায় অংশ নেন বাংলাদেশ পেপারস মিল অ্যাসোসিয়েশন, রেস্তোরাঁ মালিক সমিতি, হাইজিন পণ্য প্রস্তুতকারক সমিতি, বায়রা, কুরিয়ার সার্ভিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিরা। মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, কিছু কিছু খাত দীর্ঘদিন ধরে প্রণোদনা দেওয়ার পরও নিজের পায়ে দাঁড়াতে পারছে না। এজন্য প্রণোদনার মেয়াদ ও সুবিধা নির্দিষ্ট করা হবে। তিনি উল্লেখ করেন, বেশি সুরক্ষা দিলে প্রতিযোগিতা থাকে না। কাজেই সুরক্ষা দেওয়ার প্রবণতাও ধীরে ধীরে কমাতে হবে।

তিনি বলেন, আগামী বাজেটের পর ভ্যাট রেজিস্ট্রেশন ছাড়া কোনও ব্যবসায় করা যাবে না। এটি নিশ্চিতে আমরা একটি সিস্টেম করে দেবো। রেজিস্ট্রেশনের পর কার কত ভ্যাট হবে, সেটি নির্ধারণ করে দেওয়া হবে। সেভাবেই ভ্যাট দিতে হবে।

এনবিআর চেয়ারম্যান বলেন, অনেকেই ইনফরমাল (অপ্রাতিষ্ঠানিক) ব্যবসা করেন। টাকা পয়সার লেনদেন ক্যাশ মেমোর ভিত্তিতে করতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, সেই ক্যাশ মেমো আমাদের লোকজনও দেখবে। এ জন্য ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস দেওয়ার চিন্তা করছি। আপনারা সবাই ব্যবহার করবেন।

আগামী অর্থবছরের বাজেটে আমদানি শুল্ক ঢেলে সাজানো হবে বলেও মন্তব্য করেন মোশারফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, আমরা আমদানি শুল্ক সুন্দরভাবে ঢেলে সাজাবো, যাতে একদিকে রাজস্ব আদায় হয়, অন্যদিকে শিল্পায়ন ও ব্যবসাও ভালোভাবে হয়।

এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী জুলাইয়ে নতুন ভ্যাট আইন কার্যকর হবে। যারা রেয়াত পাবেন, তাদের ভ্যাট হবে ১৫ শতাংশ। যারা রেয়াত পাবেন না, তাদের ভ্যাটের হার হবে পরবর্তী ধাপে, অর্থাৎ ১৫ শতাংশের কম।

অনুষ্ঠানে রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব রেজাউল করিম বলেন, সব রেস্তোরাঁ এক বিবেচনায় নেওয়ার কারণে দেশীয় ছোট আকারের রেস্তোরাঁর জন্য ১৫ শতাংশ ভ্যাট আদায় করা কঠিন হয়ে যাচ্ছে। এসময় এনবিআর চেয়ারম্যান বলেন, একেবারে ছোট রেস্তোরাঁ বাদে সব ধরনের রেস্তোরাঁর জন্য ভ্যাট বাধ্যতামূলক। আন্তর্জাতিক মানের যেসব রেস্তোরাঁ রয়েছে, সেগুলোর ভ্যাট ১৫ শতাংশই থাকবে। এছাড়া দেশীয় মাঝারি আকারের রেস্তোরাঁর ভ্যাটের হার যৌক্তিকভাবে নির্ধারণ করা হবে।

তিনি বলেন, আগামী বাজেটে আয়কর সুষম করা চেষ্টা করবো।

আলোচনায় বাংলাদেশ পেপারস মিল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস বলেন, দেশে প্রায় ১০৫টি পেপার মিল থেকে উৎপাদিত কাগজ দেশীয় চাহিদা মিটিয়ে রফতানিও করছি। তবে কাঁচামাল আমদানিতে আমরা কোনও সুবিধা পাচ্ছি না। অন্যদিকে বন্ড সুবিধায় আমদানিকৃত কাগজ খোলা বাজারে কম দামে বিক্রি হচ্ছে। আমদানির ক্ষেত্রে আন্ডার ইনভয়েসের কারণে তাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছি না। জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, বন্ডের অপব্যবহার রোধে আমরা কঠোর হচ্ছি। অনেক ব্যবসায়ী আছেন, যারা বন্ড সুবিধায় আমদানি করা কাগজ বন্দর থেকে সরাসরি খোলা বাজারে বিক্রি করে দিচ্ছে।