অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাজেট বক্তব্যের আকার গতানুগতিক বিশাল আকারের থাকছে না। হবে সংক্ষিপ্ত ও টু দ্য পয়েন্ট। তাই বলে বাজেটের আকার ছোট হবে না। যে কোনো অর্থ বছরের তুলনায় এটি হবে রেকর্ড বাজেট। কুমিল্লার লালমাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী। লালমাই উপজেলার বাগমারা উচ্চবিদ্যালয় মাঠে ওই অনুষ্ঠান হয়। অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী পালনের প্রতিফলন থাকবে। নির্বাচনী ইশতেহারের দিকে লক্ষ রেখে আমার গ্রাম আমার শহর ও কর্মসংস্থানের দিকে নজর দেওয়া হবে।
মুস্তফা কামাল বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে সবাই সৎ থাকার চেষ্টা করি। সব সময়ই আমাদের সৎ থাকতে হবে। সবাইকেই সৎ থাকতে হবে।
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. আবদুল হামিদের সভাপতিত্বে ওই ইফতার অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মমিন মজুমদার ও কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবদুল হাই, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুদ্দিন আহমেদ ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক আয়াতুল্লাহ প্রমুখ।
চলতি বছরের জানুয়ারি মাসে অর্থমন্ত্রী হওয়ার পর কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসনের সাংসদ হিসেবে দ্বিতীয়বার নির্বাচনী এলাকায় আসেন। অর্থমন্ত্রী হওয়ার পর আগামী ১৩ জুন প্রথমবারের মতো জাতীয় সংসদে বাজেট অধিবেশনে বাজেট উপস্থাপন করবেন তিনি।