বিমানবন্দর থেকে দ্রুত পণ্য খালাসের নির্দেশ কাস্টম হাউজেরশত বছরের লেনদেন শেষে বন্ধ হচ্ছে কলকাতা স্টক এক্সচেঞ্জ ২৪ ব্যাংকের মূলধন ঘাটতি এক লাখ ৫৬ হাজার কোটি টাকা২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায়ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
No icon

উদ্যোক্তাদের উৎসাহিত করতে তথ্য ও প্রযুক্তি খাতে বেড়েছে বরাদ্দ

প্রস্তাবিত বাজেটে তথ্য ও প্রযুক্তি খাতে বরাদ্দ বেড়েছে। সোমবার এই খাতে ২০২৫-২৬ অর্থবছরে মোট বাজেট বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ২১ কোটি ৪৪ লাখ টাকা। ২০২৪-২৫ সংশোধিত বাজেটে এর পরিমাণ ছিল ২০ কোটি ৪ হাজার ৭৩২ টাকা।

২০২৫-২৬ অর্থবছরে ১১টি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। যেসব প্রকল্প বাস্তবায়ন করা হবে সেগুলো হলো দীক্ষা-দক্ষতা উন্নয়নে শিক্ষা অনলাইনে (দীক্ষা) প্রকল্প, এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম (১ম সংশোধিত), উরাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (২য় সংশোধিত), বিজিডি সক্ষমতা বৃদ্ধি (১ম সংশোধিত), প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন (১ম সংশোধিত) ইত্যাদি।