বাড়তি রাজস্ব সংগ্রহে করছাড় ও অব্যাহতি কিছুটা কমাবে এনবিআরইআরডি-র প্রতিবেদন অনুযায়ী বাড়ছে দেশি-বিদেশি ঋণের ঝুঁকিজুন নাগাদ আয়কর রিটার্ন ৪৫ লাখে উন্নীত হবেউল্কা গেমসের কর ফাঁকির ৫০ কোটি টাকা আদায়ে ব্র্যাক ব্যাংকে এনবিআরবাজেটের আকার কমানোর পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল
No icon

দ্রুত সেবা পেতে ওএসএস ব্যবহারের পরামর্শ

দ্রুত স্মার্ট সেবা পেতে বিনিয়োগকারীদের তৃতীয় কোনো পক্ষ ছাড়াই সরাসরি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিসের (ওএসএস) মাধ্যমে সেবা নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী সদস্য মহোসিনা ইয়াসমিন।

মঙ্গলবার চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে বিডার আয়োজনে প্রতিষ্ঠানটির ওএসএস পোর্টালের সার্বিক কার্যক্রম অবহিতকরণ সম্পর্কিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ পরামর্শ দেন তিনি।

বিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও)। শুরুতে বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় ওএসএস সেবার হালনাগাদ চিত্র তুলে ধরেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. আমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহবুবুল আলম, সহসভাপতি সৈয়দ মো. তানভীর, চিটাগাং উইমেন চেম্বারের সিনিয়র সহসভাপতি আবিদা সুলতানা, আইএলওর প্রোগ্রাম অফিসার বোরহান উদ্দিন ও চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক রাকিব হাসান প্রমুখ।

মহোসিনা ইয়াসমিন বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম প্রধান উপাদান হলো আধুনিক বিনিয়োগ ব্যবস্থা। বিনিয়োগ সেবাকে প্রযুক্তিগত ডিজিটাল করতে কাজ করে যাচ্ছে বিডা। স্বল্পসময়ে কম খরচে দ্রুত ও ঝামেলামুক্ত স্মার্ট বিনিয়োগ সেবা নিতে হলে বিডার ওএসএস ব্যবহার করতে হবে। তৃতীয় পক্ষ বাদ দিতে হবে। বিনিয়োগকারীদের বিশ্বমানের ডিজিটাল সেবা দিতে চায় বিডা।

মাহবুবুল আলম বলেন, দ্রুত বিনিয়োগ সেবা পেতে হলে ডিজিটাল পদ্ধতিতে বিনিয়োগ সেবা গ্রহণ করতে হবে। কাঙ্ক্ষিত সেবা পেতে হলে বিনিয়োগকারীদের অবশ্যই থার্ড পার্টিমুক্ত হয়ে সেবা গ্রহণ করতে হবে।

স্বাগত বক্তব্যে বিডার নির্বাহী সদস্য ড. খন্দকার আজিজুল ইসলাম বলেন, এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সময়। তাই বিডার সেবাগুলো হবে স্মার্ট। বিডার অনলাইন ওএসএস পোর্টালের মাধ্যমে বিনিয়োগকারীরা সব ধরনের বিনিয়োগ সেবা ঘরে বসেই একই প্ল্যাটফর্ম থেকে পাবেন।

ড. আমিনুর রহমান বলেন, বিডার ওএসএস বিনিয়োগকারীদের সর্বোচ্চ ডিজিটাল সেবা দিচ্ছে। বর্তমান প্রযুক্তির যুগে সেবা গ্রহণের ক্ষেত্রেও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করতে হবে।

বিডা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অনলাইনে সেবা দিতে ২০১৯ সালে ওএসএস পোর্টাল চালু করে। এর মাধ্যমে বিনিয়োগকারীদের ২৪টি সংস্থার ৭১টি সেবা দিচ্ছে বিডা। এ ছাড়া ৪৩টি সংস্থার সঙ্গে তাদের সমঝোতা স্মারক স্বাক্ষরিত  হয়েছে। শিগগিরই এসব সংস্থার সেবা ওএসএসে যুক্ত হবে।