ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সপাঁচ ইসলামী ব্যাংক মিলে হবে এক ব্যাংক : ড. আহসান এইচ মনসুরজুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য বরাদ্দ ৪০৫ কোটি টাকাউদ্যোক্তাদের উৎসাহিত করতে তথ্য ও প্রযুক্তি খাতে বেড়েছে বরাদ্দকালোটাকা সাদা করার সুযোগ অব্যাহত
No icon

১৯ জুন থেকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন করা যাবে

বাংলাদেশ ব্যাংক আজ রোববার এক প্রজ্ঞাপন জারি করে লেনদেনের নতুন সময়সূচির তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ব্যাংকের অফিস সময়সূচি হবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, যা কার্যকর হবে ১৯ জুন থেকে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। তবে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা তাদের চাহিদামতো সময়ে খোলা থাকবে বলে কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে।

আগে দেশে ব্যাংকের অফিস সময়সূচি ছিল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে ২০২২ সালের নভেম্বরে এই সময়সূচিতে পরিবর্তন আনা হয়। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের ফলে ব্যাংকের অফিস সময় এখন আবার আগের সূচিতে ফিরছে।