অনলাইনে ৯৬ ঘণ্টা ভ্যাট কার্যক্রম বন্ধ থাকবেরমজানে ভোজ্যতেলের দাম কমাতে কর অব্যাহতিখোদ সরকারি প্রতিষ্ঠানের শুল্ক বাকি ১৮ হাজার কোটি টাকা, ৩৭ চিঠি দিয়েও ব্যর্থ এনবিআরভ্যাটের একক রেট করতে পারলে ফাঁকি কমে যাবেজুলাই-আগস্ট বিপ্লবের চেতনায় জাতীয় ভ্যাট দিবস উদযাপন
No icon

ঋণ দেওয়ার সময় কঠোর যাচাই-বাছাই করার আহ্বান অর্থ উপদেষ্টার

ব্যাংক মালিক ও ব্যবস্থাপনাকে বর্তমান পরিস্থিতিতে যথাযথভাবে যাচাই-বাছাই করে ঋণ প্রদান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।  তিনি বলেন, ‘আমি বর্তমান পরিস্থিতিতে যথাযথভাবে যাচাই-বাছাই করে ঋণ দেওয়ার জন্য তাদের (বিএবি নেতাদের) অনুরোধ করেছি, যাতে অতীতের মতো কোনো বিচ্যুতি না হয়।বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল হাই সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শুক্রবার বাংলাদেশ সচিবালয়ের অর্থ বিভাগের সম্মেলন কক্ষে তার সঙ্গে দেখা করার পর উপদেষ্টা সাংবাদিকদের একথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, তিনি ব্যাংক মালিকদের সিএমএসএমই’র মতো অন্তর্ভুক্তিমূলক ঋণ প্রদান নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন, যাতে ঋণ খেলাপির মতো ব্যক্তিরা ব্যাংক থেকে নির্বিঘ্নে ঋণ না পায়। তিনি বিএবি নেতাদের উদ্দেশে বলেন, ‘অনুগ্রহ করে আপনাদের কার্যক্রমে সুশাসনের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করুন।’ উপদেষ্টা বলেন, প্রধানত বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর চেয়ারম্যানদের প্রতিনিধিত্বকারী বিএবি নেতারা তার সঙ্গে ব্যাংকিং খাতের সম্ভাবনা ও সমস্যা এবং সংস্কার উদ্যোগের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন।

ড. সালেহউদ্দিন বলেন, তারা ঋণ ও তারল্য পরিস্থিতি নিয়ে কিছু সুনির্দিষ্ট সমস্যা উত্থাপন করেছেন।আমরা তাদের আশ্বস্ত করেছি যে আমরা এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলব। তিনি বলেন, বিএবি নেতারা সরকারের কাছে ব্যাংকিং খাতের সংস্কার উদ্যোগে তাদের মতামত প্রতিফলনের দাবি জানিয়েছেন।  উপদেষ্টা বলেন, ‘আমরা তাদের (বিএবি নেতাদের) আশ্বস্ত করেছি যে আমরা তাদের সঙ্গে পরামর্শ করে এটি বাস্তবায়ন করব।’