আগামীতে ট্যাক্স রেট অবশ্যই কমানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ট্যাক্স রেট কমাবো বলেছিলাম, কিন্তু তা পারেনি তবে আগামীতে অবশ্যই ট্যাক্স রেট কমাবো। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) হোটেল রেডিসন ব্লুতে ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘২০৪১ সালের মধ্যে আমরা উন্নত ২০টি দেশের মধ্যে থাকবো। ট্যাক্সের রেট কমানো হবে। আমি আগেও বলেছি এখনও বলছি ট্যাক্সের রেট কমাবো। তবে করের আওতা বাড়ানো হবে (ট্যাক্স নেট)। আমরা শিগগিরই একটা কমিটি করবো সেখানে দেখবো কিভাবে তিন লাখ ২৫ হাজার কোটি টাকা আয় করা যায়। আমরা করের লক্ষমাত্রা কখনও কমাবো না। অর্থমন্ত্রী বলেন, দেশে এখন মধ্য আয়ের মানুষ চার কোটি। কিন্তু তারা কর দিচ্ছে না। হয়তো আমাদের থেকে ভালোবাসা পাচ্ছে না। ভালোবেসে সবাইকে সম্পৃক্ত করতে হবে।
কর আদায়ে সমস্যা কোথায় সেটা বের করা হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, তিন শ্রেণি এখানে জড়িত। এক পক্ষ কর দেয়, আরেক পক্ষ আমরা (এনবিআর), আর মাঝখানে থাকে আয়কর আইনজীবী। এ তিন হলো মূল স্টেকহোল্ডার।
উপস্থিত করদাতাদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, আপনারা আমাদের পছন্দ করেন বলে কর দিচ্ছেন। আপনাদের টাকা সরকার যথযথভাবে ব্যবহার করবে। আপনারা দোশের অর্থনীতিকে এগিয়ে দিচ্ছেন।
ট্যাক্স দেয়াকে ভালো কাজ উল্লেখ করে অর্থমন্ত্রী বালেন, ভালো কাজে সবাইকে উৎসাহিত করতে হয়।
অর্থমন্ত্রী বলেন, ২০৩০ সালে তাইওয়ানকে পেছনে ফেলে এশিয়ার পঞ্চম দেশ হিসেবে আবির্ভূত হবো। তখন আমাদের অর্থনীতির আয়তন হবে এক ট্রিলিয়ন ডলার। এ কাজগুলো করবো বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ নির্মাণ করতে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি (এমপি) আবুল হাসান মাহমুদ আলী প্রমুখ।