মেট্রোরেলের ভাড়ায় বসছে ১৫% ভ্যাটকৃষি ও নিত্যপণ্যে শুল্ক না বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশকরছাড় কমাতে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রীবাড়তি রাজস্ব সংগ্রহে করছাড় ও অব্যাহতি কিছুটা কমাবে এনবিআরইআরডি-র প্রতিবেদন অনুযায়ী বাড়ছে দেশি-বিদেশি ঋণের ঝুঁকি
No icon

আমানতের উৎসে কর কর্তনের নির্দেশ

ব্যাংকের বিভিন্ন প্রকার আমানত বা সঞ্চয় স্কিমের সুদের উপর উৎসে কর কর্তন করে জমা দেয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলারের মাধ্যমে এ তথ্য জানানো হয়। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, বাংলাদেশ সরকারের অতিরিক্ত কর কমিশনার কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন প্রকার আমানতের সুদের উপর উৎসে কর কর্তন করে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে। ১২ ডিজিটের টিআইএন ধারী আমানতকারীদের উৎসে কর ১০ শতাংশ, অন্যথায় ১৫ শতাংশ কর্তন করা হবে। সকল প্রকার কর অব্যাহতিপ্রাপ্ত ফান্ড যেমন পেনশন ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি ফান্ডের আমানতের সুদের উপর পাঁচ শতাংশ হারে উৎসে কর কর্তন প্রযোজ্য। কল মানি আমানতের ওপর পরিশোধিত সুদের ১০ শতাংশ কর দিতে হবে। বিদেশি উৎস থেকে গৃহীত আমানতের উপরেও একইভাবে উৎসে কর কর্তন প্রযোজ্য।