আগা খান ডেভলপমেন্ট নেটওয়ার্কের কার্যক্রমে কর ছাড় দিয়েছে সরকার। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত ২৭ জানুয়ারি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়।প্রজ্ঞাপনে বলা হয়, আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের লাভজনক প্রতিষ্ঠান আগা খান ফান্ড ফর ইকোনমিক ডেভেলপমেন্টের (একেএফইডি) মুনাফা এ কোম্পানির অধীন অলাভজনক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উন্নয়নে দান করার শর্তে এ কোম্পানিকে আয়কর প্রদান থেকে অব্যাহতি দেয়া হলো। ইনকাম ট্যাক্স আইন ১৯৮৪ এর সেকশন ৪৪ এর সাব-সেকশন (৪) এর ক্লজ বি তে প্রদত্ত ক্ষমতাবলে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
একেএফইডি এবং এর অধিভুক্ত বাংলাদেশে পরিচালিত কোম্পানিকে ইনকাম ট্যাক্স আইন ১৯৮৪ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষা বিবরণীসহ আয়কর রিটার্ন দাখিল করতে হবে।