অনলাইনে ৯৬ ঘণ্টা ভ্যাট কার্যক্রম বন্ধ থাকবেরমজানে ভোজ্যতেলের দাম কমাতে কর অব্যাহতিখোদ সরকারি প্রতিষ্ঠানের শুল্ক বাকি ১৮ হাজার কোটি টাকা, ৩৭ চিঠি দিয়েও ব্যর্থ এনবিআরভ্যাটের একক রেট করতে পারলে ফাঁকি কমে যাবেজুলাই-আগস্ট বিপ্লবের চেতনায় জাতীয় ভ্যাট দিবস উদযাপন
No icon

আয়কর রিটার্ন জমা ছাড়া সেবা মিলবে না

গত ১ জুলাই থেকে ব্যক্তিশ্রেণির করদাতারা বার্ষিক আয়কর রিটার্ন দিতে পারছেন। ৩০ নভেম্বর পর্যন্ত মোট ৫ মাস রিটার্ন দেওয়া যাবে। প্রতিবছরই বাজেটে ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন দেওয়ার ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়। এবারও কিছু পরিবর্তন আনা হয়েছে। যেমন ৩৮ ধরনের সেবায় রিটার্ন বাধ্যতামূলক, বিনিয়োগজনিত কর রেয়াত হ্রাস, রিটার্ন জমায় দণ্ড শিথিল করা, আবার বকেয়া থাকলে পরিষেবা-সংযোগ বিচ্ছিন্ন করা ইত্যাদি। আবার প্রত্যাশা থাকা সত্ত্বেও করমুক্ত আয়সীমা বাড়েনি। এবার দেখা যাক কোথায় কী ধরনের পরিবর্তন এল।কয়েক মাস ধরেই মূল্যস্ফীতি ৬ শতাংশের ঘরে আছে। মধ্যবিত্তসহ সব শ্রেণির খরচ বেড়েছে। মধ্যবিত্ত করদাতারা প্রত্যাশা করেছিলেন, এবার করমুক্ত আয়সীমা কিছুটা বাড়ানো হবে। এতে তাঁদের কিছুটা সাশ্রয় হবে।যাঁদের করযোগ্য আয় তিন লাখ টাকার বেশি থাকবে, তাঁদের কর দিতেই হবে। মনে রাখবেন, সাধারণ করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা তিন লাখ টাকা। এ ছাড়া নারী, ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণ করদাতাদের করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা। আর প্রতিবন্ধী করদাতাদের সাড়ে চার লাখ টাকা, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতাদের বার্ষিক আয়ের পৌনে পাঁচ লাখ টাকা পর্যন্ত কর নেই। প্রতিবন্ধী সন্তানের মা-বাবা বা আইনি অভিভাবকেরা তাঁদের আয়ে করমুক্তসীমায় আরও ৫০ হাজার টাকা ছাড় পাবেন। তৃতীয় লিঙ্গের মানুষের করমুক্ত আয়সীমা করা হয়েছে সাড়ে তিন লাখ টাকা।

রিটার্ন জমা ছাড়া সেবা মিলবে না

প্রস্তাবিত বাজেটে ৩৮ ধরনের সেবা পেতে হলে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তা না হলে যেসব প্রতিষ্ঠান এই সেবা দেবে, তাদের ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। যেমন পাঁচ লাখ টাকার বেশি ব্যাংকঋণ পাওয়া, পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কেনা, ক্রেডিট ব্যবহার, অনলাইনে বেচাকেনার ব্যবসা, রাইড শেয়ারিংয়ে মোটরগাড়ি দেওয়া এমনকি সন্তানকে ইংরেজি সংস্করণে (ইংলিশ ভার্সন) পড়াশোনা করালেও রিটার্ন জমা দিতে হবে। তাই ভবিষ্যতে এসব সেবা পেতে এবার রিটার্ন দিতেই হবে। এ ছাড়া গাড়ির মালিক, অভিজাত ক্লাবের সদস্য, কোম্পানির পরিচালক, বণিক সংগঠনের সদস্য, পৌর থেকে জাতীয় নির্বাচন পর্যন্ত প্রার্থী হলেও রিটার্ন দিতে হবে।