করদাতারা আয়কর বিবরণী বা রিটার্ন জমায় আজ মঙ্গলবার থেকে সব ধরনের সেবা পাবেন। প্রতিটি কর অঞ্চলের প্রতিটি সার্কেল কার্যালয়ে করসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আয়কর তথ্যসেবা মাস উদ্বোধন করতে আজ জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।দেশের ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেল কার্যালয়ে করসেবা মিলবে। আজ মাসব্যাপী দেশের প্রতিটি সার্কেলে করদাতাদের জন্য সেবাকেন্দ্র চালু করা হয়েছে। সেখানে রিটার্ন জমার পাশাপাশি রিটার্ন ফরম পূরণে সহায়তা দেওয়া হবে। রিটার্ন জমার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে রিটার্ন জমার প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হবে। এ ছাড়া ই-রিটার্ন জমা দিতে আগ্রহী করদাতাদের জন্য আলাদা বুথ থাকবে।
এ বছরও কর মেলা হচ্ছে না। গত দুই বছর করোনার কারণে কর মেলা হয়নি। কর মেলার পরিবর্তে মেলার আদলে কর তথ্যসেবা মাস চালু করেছে এনবিআর।এনবিআর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ৩ লাখ ৩০ হাজার করদাতা রিটার্ন জমা দিয়েছেন। বর্তমানে ৭৯ লাখ কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। তাঁদের সবার রিটার্ন দেওয়া বাধ্যতামূলক।অন্যদিকে প্রথম তিন মাসে আয়কর খাতে আদায় হয়েছে ২০ হাজার ৮৭ কোটি টাকা। এ খাতে লক্ষ্যের চেয়ে ১ হাজার ৪০৫ কোটি টাকা পিছিয়ে আছে। চলতি অর্থবছরে (২০২২-২৩) এনবিআরকে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের বিশাল লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। লক্ষ্য অর্জনে গতবারের চেয়ে ২৫ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করতে হবে।