অনলাইনে ৯৬ ঘণ্টা ভ্যাট কার্যক্রম বন্ধ থাকবেরমজানে ভোজ্যতেলের দাম কমাতে কর অব্যাহতিখোদ সরকারি প্রতিষ্ঠানের শুল্ক বাকি ১৮ হাজার কোটি টাকা, ৩৭ চিঠি দিয়েও ব্যর্থ এনবিআরভ্যাটের একক রেট করতে পারলে ফাঁকি কমে যাবেজুলাই-আগস্ট বিপ্লবের চেতনায় জাতীয় ভ্যাট দিবস উদযাপন
No icon

৯ বারের মতো সর্বোচ্চ করদাতা সম্মাননা পেলেন মোনেম

টানা ৯ বারের মতো সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মাননা পেয়েছেন আবদুল মোনেম লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সার্ভিস ইঞ্জিন লিমিটেডের চেয়ারম্যান এ এস এম মহিউদ্দিন মোনেম।২০২১-২২ করবছরের জন্য কর অঞ্চল-কুমিল্লার অধীনে সর্বোচ্চ আয়কর প্রদানকারী হিসেবে এ সম্মাননা গ্রহণ করেন তিনি।এ এস এম মহিউদ্দিন মোনেম বাংলাদেশে চেক রিপাবলিকের অনারারি কনস্যুলেট, তথ্যপ্রযুক্তি রপ্তানিতে স্বর্ণ পদকপ্রাপ্ত, একাধিকবার রাষ্ট্রপতি পদকে এবং প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখমুজিব শিল্প পুরস্কার ২০২০ এ ভূষিত হয়েছেন।উল্লেখ্য, তিনি বিশিষ্ট শিল্পপতি আব্দুল মোনেমের কনিষ্ঠ পুত্র।