অনলাইনে সবার আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক হচ্ছে: এনবিআরবাড়তি শুল্ক স্থগিত করার পরও বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কাএনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুরের দেশত্যাগে নিষেধাজ্ঞাকালো টাকা সাদা করার ব্যবস্থা বাতিলের চেষ্টা করা হবে : এনবিআর চেয়ারম্যানটিআইএন থাকলেও রিটার্ন দেন না, তাদের নোটিশ দেওয়া শুরু
No icon

কাগজে রিটার্ন আর গ্রহণ করা হবে না : আবদুর রহমান খান

রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, ‘আগামী অর্থবছর থেকে সবার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে। কাগজে রিটার্ন আর গ্রহণ করা হবে না।’

রবিবার (১৩ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় এ কথা বলেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘কর আদায় কম, এটাকে বাড়াতে হবে। আমরা চাই কিছু কিছু বাড়িয়ে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করতে। দেশের ১ কোটি ১৪ লাখ টিনধারী, এদের দুই তৃতীয়াংশ রিটার্ন দেয় না। এ সময় তিনি বলেন, আগামী বছর করযোগ্য সবার জন্য রিটার্ন বাধ্যতামূলক।

 

আবদুর রহমান খান বলেন, ‘অতীতে অটোমেশন কার্যক্রম থমকে ছিল।