অনলাইনে ৯৬ ঘণ্টা ভ্যাট কার্যক্রম বন্ধ থাকবেরমজানে ভোজ্যতেলের দাম কমাতে কর অব্যাহতিখোদ সরকারি প্রতিষ্ঠানের শুল্ক বাকি ১৮ হাজার কোটি টাকা, ৩৭ চিঠি দিয়েও ব্যর্থ এনবিআরভ্যাটের একক রেট করতে পারলে ফাঁকি কমে যাবেজুলাই-আগস্ট বিপ্লবের চেতনায় জাতীয় ভ্যাট দিবস উদযাপন
No icon

কর ফাঁকি মামলায় খালাস নোবেল জয়ী মারিয়া রেসা

শান্তিতে নোবেল জয়ী ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা কর ফাঁকির চারটি মামলায় খালাস পেয়েছেন। দেশটির একটি আদালত বুধবার এ আদেশ দিয়েছেন।দেশটির সরকারের একাধিক মামলা মোকাবিলা করছেন মারিয়া রেসা ও তার প্রতিষ্ঠিত সংবাদমাধ্যম র;্যাপলার। এতে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে স্বাধীন মত প্রকাশ নিয়ে উদ্বেগ রয়েছে।রায়ের পর আদালত চত্বরে সাংবাদিকদের রেসা বলেন, এ আদেশ সকলের জন্যই আবেগের। এই মামলাকে রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত আখ্যায়িত করে তিনি বলেন, সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার জন্য এ মামলা করা হয়েছে।চার বছর দুই মাস ধরে চলা এ মামলায় আজ সত্যের জয় হয়েছে বলে তিনি মন্তব্য করেন।ম্যানিলাভিত্তিক র;্যাপলার এর সিইও ও নির্বাহী সম্পাদক মারিয়া রেসা ২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। তিনি দেশটির প্রথম নোবেল জয়ী। বিখ্যাত এ সাংবাদিক আরও তিনটি ক্রিমিনাল মামলার মুখোমুখি রয়েছেন।