অনলাইনে ৯৬ ঘণ্টা ভ্যাট কার্যক্রম বন্ধ থাকবেরমজানে ভোজ্যতেলের দাম কমাতে কর অব্যাহতিখোদ সরকারি প্রতিষ্ঠানের শুল্ক বাকি ১৮ হাজার কোটি টাকা, ৩৭ চিঠি দিয়েও ব্যর্থ এনবিআরভ্যাটের একক রেট করতে পারলে ফাঁকি কমে যাবেজুলাই-আগস্ট বিপ্লবের চেতনায় জাতীয় ভ্যাট দিবস উদযাপন
No icon

রিটার্ন দাখিলেই বসতে পারে ন্যূনতম কর

আয়কর রিটার্ন দাখিল করেন অথচ করযোগ্য আয় নেই এমন ব্যক্তিদের ওপরও ন্যূনতম কর আরোপের কথা ভাবছে সরকার। তবে বিশ্লেষকরা বলছেন, প্রায় ৮৬ লাখ জনের টিআইএন (করদাতা শনাক্তকরণ নম্বর) থাকলেও তাঁদের বড় অংশই রিটার্ন দাখিল করেন না। তাঁদের সবাইকে করের আওতায় আনার পাশাপাশি রাজস্ব বাড়ানোর আরও পথ রয়েছে। কিন্তু করযোগ্য আয় নেই, তারপরও ন্যূনতম কর আরোপের বিধান যৌক্তিক হবে না। এটা করমুক্ত আয়সীমার ধারণারও পরিপন্থি।অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে আয়কর রিটার্ন দাখিলে ন্যূনতম কর হিসেবে ২ হাজার টাকা আরোপ করা হতে পারে। পরে ধীরে ধীরে সব টিআইএনধারীর ওপর এ কর আরোপ করার পরিকল্পনা রয়েছে।এ প্রসঙ্গে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, টিআইএন আছে অথচ রিটার্ন দাখিল করেন না এমন অনেকের বেশি কর দেওয়ার সক্ষমতা রয়েছে। তাঁদের করের আওতায় এনে রাজস্ব বাড়ানো সম্ভব। তা ছাড়া যেসব সেবায় রিটার্ন বাধ্যতামূলক, সেসব ক্ষেত্রেও ফি বাড়ানো যেতে পারে। কিন্তু একজনের কর দেওয়ার মতো আয় নেই অথচ ন্যূনতম করের নামে ২ হাজার টাকা নেওয়া হবে এটা যৌক্তিক হবে না।

সর্বশেষ হিসাবে দেখা যায়, ব্যক্তি শ্রেণিতে টিআইএনধারীর সংখ্যা প্রায় ৮৬ লাখ। এর মধ্যে মাত্র ৩২ লাখ ব্যক্তি আয়কর রিটার্ন জমা দেন। তাঁদের মধ্যে প্রায় আট লাখের করযোগ্য আয় নেই। তাঁদের ওপর ন্যূনতম কর ধার্য হলে সরকারের বাড়তি ১৬০ কোটি টাকা রাজস্ব আদায় হবে। আর ন্যূনতম করের নিয়মটি সব টিআইএনধারীর ওপর প্রয়োগ হলে ১ হাজার ২৪০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় হবে।করমুক্ত আয়সীমার বেশি আয় থাকলে রিটার্ন দাখিল বাধ্যতামূলক। এ ছাড়া সরকার অথবা সরকারের কোনো কর্তৃপক্ষ, করপোরেশন, সত্তা বা ইউনিট বা প্রচলিত কোনো আইন, আদেশ বা দলিলের মাধ্যমে গঠিত কোনো কর্তৃপক্ষ, করপোরেশন, সত্তা বা ইউনিটের কর্মচারীর মাসিক বেতন ১৬ হাজার টাকা কিংবা এর বেশি হলে কোনো ব্যবসা বা পেশায় যে কোনো নির্বাহী বা ব্যবস্থাপনা পদে বেতনভোগী কর্মী, ফার্মের অংশীদার, মোটরগাড়ির মালিক, সিটি করপোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স গ্রহণ করে কোনো ব্যবসা বা পেশা পরিচালনা করাসহ ১৯ ধরনের ব্যক্তির রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। এ ছাড়া ৪০ ধরনের সেবায় আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করতে হয়।

বর্তমানে ব্যক্তি শ্রেণিতে করমুক্ত আয়সীমা পুরুষ করদাতাদের জন্য ৩ লাখ টাকা, নারী ও ৬৫ বছর বয়সী পুরুষদের জন্য সাড়ে ৩ লাখ টাকা, প্রতিবন্ধীদের জন্য সাড়ে ৪ লাখ টাকা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ৪ লাখ ৭৫ হাজার টাকা। আয়সীমার নিচে হলে একজন করদাতা শূন্য আয় দেখিয়েও রিটার্ন জমা দিতে পারেন। এ ক্ষেত্রে কোনো কর দিতে হয় না।ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার করদাতাদের জন্য ন্যূনতম কর ৫ হাজার টাকা। অন্যান্য সিটি করপোরেশনে ৪ হাজার টাকা। আর সিটি করপোরেশনের ন্যূনতম করের পরিমাণ ৩ হাজার টাকা।