অনলাইনে ৯৬ ঘণ্টা ভ্যাট কার্যক্রম বন্ধ থাকবেরমজানে ভোজ্যতেলের দাম কমাতে কর অব্যাহতিখোদ সরকারি প্রতিষ্ঠানের শুল্ক বাকি ১৮ হাজার কোটি টাকা, ৩৭ চিঠি দিয়েও ব্যর্থ এনবিআরভ্যাটের একক রেট করতে পারলে ফাঁকি কমে যাবেজুলাই-আগস্ট বিপ্লবের চেতনায় জাতীয় ভ্যাট দিবস উদযাপন
No icon

বিলিয়নিয়ার কর সর্বনিম্ন আদায় হবে ২৫ হাজার কোটি ডলার

সারা বিশ্বে কয়েক হাজার  বিলিয়নিয়ার রয়েছেন। কিন্তু তাঁদের সবাই ঠিকভাবে সরকারকে কর দেন না। অনেকের বিরুদ্ধে রয়েছে বড় ধরনের কর ফাঁকির অভিযোগও। তবে এসব শতকোটিপতিদের ওপর বৈশ্বিকভাবে সর্বনিম্ন কর ধার্য করা হলে বছরে আদায় হতো ২৫০ বিলিয়ন বা ২৫ হাজার কোটি মার্কিন ডলার। গবেষণাপ্রতিষ্ঠান ইইউ ট্যাক্স অবজারভেটরির ২০২৪ সালের গ্লোবাল ট্যাক্স ইভেশন বা বৈশ্বিক কর ফাঁকিবিষয়ক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্যারিস স্কুল অব ইকোনমিকসে অবস্থিত ইইউ ট্যাক্স অবজারভেটরি মূলত একটি স্বাধীন গবেষণা কেন্দ্র। প্রতিষ্ঠানটি কর ব্যবস্থার ওপর উদ্ভাবনী গবেষণা পরিচালনা করে।

ইইউ ট্যাক্স অবজারভেটরি জানিয়েছে, বিশ্বব্যাপী প্রায় ২ হাজার ৭০০ ধনীর কাছে প্রায় ১৩ লাখ কোটি (১৩ ট্রিলিয়ন) ডলারের সম্পদ রয়েছে। তাঁদের ওপর যদি বৈশ্বিকভাবে একটি ন্যূনতম কর আরোপ করা হয়, তাহলে বছরে ২৫ হাজার কোটি মার্কিন ডলার অতিরিক্ত পাওয়া যাবে। এই অর্থ তাঁদের মোট সম্পদের মাত্র ২ শতাংশের সমান। এ অবস্থায় সরকারগুলোর পক্ষ থেকে শতকোটিপতিদের কর ফাঁকির বিরুদ্ধে নতুন পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

গ্লোবাল ট্যাক্স ইভেশন প্রতিবেদনে উঠে এসেছে, বর্তমানে শতকোটিপতিরা যে পরিমাণে কার্যকর ব্যক্তিগত কর দেন, তা প্রায়ই অন্যান্য করদাতাদের দেওয়া করের তুলনায় অনেক কম। এর কারণ, শতকোটিপতিরা তাঁদের সম্পদকে শেল কোম্পানির আড়ালে অন্যত্র সরিয়ে রাখতে পারেন। ফলে এসব সম্পদ লোকচক্ষুর অন্তরালে থাকে এবং কর ফাঁকি দেওয়া সহজ হয়।

এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উদাহরণ দেওয়া হয়েছে। দেশটির শতকোটিপতিরা গড়ে তাঁদের মোট সম্পদের প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ ব্যক্তিগত কর হিসেবে প্রদান করেন। অর্থাৎ কর প্রদানের হার তুলনামূলকভাবে অনেক কম। অন্যদিকে, উচ্চ করের জন্য সুপরিচিত দেশ ফ্রান্সে শতকোটিপতিদের ব্যক্তিগত কর অনেকটা শূন্যের কাছাকাছি। এর মানে হলো ফ্রান্সের কিছু বিলিয়নিয়ার সেই অর্থে কোনো ব্যক্তিগত আয়করই দেন না।