কোনো নিবাসী যোগ্য ব্যক্তি তার প্রথমবারের এবং পরবর্তী সময়ের আয়কর রিটার্ন, টিআরপির মাধ্যমে প্রস্তত এবং দাখিল করতে পারবেন;
তবে শর্ত থাকে যে,
১) আইনের ধারা ১৬৬ এর অধীনে রিটার্ন দাখিল হতে হবে;
২) ২) আইনের ধারা ১৭৫, ১৮০(২), ও ২১২ এর অধীন দাখিলকৃত রিটার্ন হবে না;
৩) http://etaxnbr.gov.bd এই ওয়েবসাইড ব্যবহার করে রিটার্ন দাখিল করতে হবে।