অনলাইনে ৯৬ ঘণ্টা ভ্যাট কার্যক্রম বন্ধ থাকবেরমজানে ভোজ্যতেলের দাম কমাতে কর অব্যাহতিখোদ সরকারি প্রতিষ্ঠানের শুল্ক বাকি ১৮ হাজার কোটি টাকা, ৩৭ চিঠি দিয়েও ব্যর্থ এনবিআরভ্যাটের একক রেট করতে পারলে ফাঁকি কমে যাবেজুলাই-আগস্ট বিপ্লবের চেতনায় জাতীয় ভ্যাট দিবস উদযাপন
No icon

টিআরপির মাধ্যমে আয়কর রিটার্ন প্রস্তুত এবং দাখিল


কোনো নিবাসী যোগ্য ব্যক্তি তার প্রথমবারের এবং পরবর্তী সময়ের আয়কর রিটার্ন, টিআরপির মাধ্যমে প্রস্তত এবং দাখিল করতে পারবেন;
তবে শর্ত থাকে যে,
১)    আইনের ধারা ১৬৬ এর অধীনে রিটার্ন দাখিল হতে হবে;
২)    ২) আইনের ধারা ১৭৫, ১৮০(২), ও ২১২ এর অধীন দাখিলকৃত রিটার্ন হবে না; 
৩)    http://etaxnbr.gov.bd এই ওয়েবসাইড ব্যবহার করে রিটার্ন দাখিল করতে হবে।