অনলাইনে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিস্টেমে ১০ লাখ করদাতা নিবন্ধন নিয়েছেন। আর অনলাইনে এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ২ লাখ করদাতা। আজ বুধবার এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দিয়েছে। গত ৯ সেপ্টেম্বর এনবিআর অনলাইনে রিটার্ন দেওয়ার সিস্টেম করদাতাদের জন্য উন্মুক্ত করে।
ইতিমধ্যে সব মন্ত্রণালয় ও বিভাগে কর্মকর্তা-কর্মচারীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল কার্যক্রমে সার্বিক সহায়তা দেওয়ার জন্য ওই সব মন্ত্রণালয়ের দুজনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার সব সরকারি কর্মচারী, সব তফসিলি ব্যাংক, মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং কয়েকটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীগণের অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছে।