রাজস্ব আদায়ে চার মাসে ঘাটতি ১৭ হাজার কোটি টাকারিটার্ন দাখিলের সময় বাড়ছেডিসেম্বর থেকে অনলাইনে ইউপি নেওয়া বাধ্যতামূলক করলো এনবিআরঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে রানার অটোমোবাইলসঢাকা স্টক এক্সচেঞ্জে দর পতনের শীর্ষে শেফার্ড ইন্ডাস্ট্রিজ
No icon

অনলাইনে রিটার্ন জমা দিতে নিবন্ধন নিয়েছেন ১০ লাখ করদাতা

অনলাইনে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিস্টেমে ১০ লাখ করদাতা নিবন্ধন নিয়েছেন। আর অনলাইনে এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ২ লাখ করদাতা। আজ বুধবার এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দিয়েছে। গত ৯ সেপ্টেম্বর এনবিআর অনলাইনে রিটার্ন দেওয়ার সিস্টেম করদাতাদের জন্য উন্মুক্ত করে। 

ইতিমধ্যে সব মন্ত্রণালয় ও বিভাগে কর্মকর্তা-কর্মচারীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল কার্যক্রমে সার্বিক সহায়তা দেওয়ার জন্য ওই সব মন্ত্রণালয়ের দুজনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার সব সরকারি কর্মচারী, সব তফসিলি ব্যাংক, মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং কয়েকটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীগণের অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছে।