ভ্যাট নিবন্ধন প্রদানে ছয় মাসে এনবিআরের ২৬ শতাংশ প্রবৃদ্ধিআগামী ৩ অর্থবছরে এনবিআরের লক্ষ্যমাত্রা ১৮ লাখ ৯৭০০ কোটি টাকানিবন্ধন না থাকা প্রতিষ্ঠানকে ভ্যাট জালে আনতে মাঠে নামছে এনবিআরনিবন্ধনের আওতায় আসছে ভ্যাটযোগ্য সব প্রতিষ্ঠানআয়কর রিটার্ন জমার সময় বাড়তে পারে ১৫ দিন
No icon

আয়কর রিটার্ন জমার সময় বাড়তে পারে ১৫ দিন

ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমার সময় আরও ১৫ দিন বাড়িয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আয়কর রিটার্ন জমার সময় বাড়াতে ইতোমধ্যে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে সবুজ সংকেত দিয়েছেন। শিগগির এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে।জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে দুই দফায় দুই মাস সময় বাড়িয়েও প্রত্যাশা অনুযায়ী রিটার্ন জমা পড়েনি। তা ছাড়া কিছু ক্ষেত্রে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকায় অনেকেই ভোগান্তিতে পড়েছেন। যেমন সার্ভারে অতিরিক্ত চাপ, সংশোধনী রিটার্নের সুযোগ না থাকা, রেজিস্ট্রেশনে সমস্যা, রিটার্নের ফাইনাল প্রিভিউ ডাউনলোডে সমস্যা। পাশাপাশি কর আইনজীবীরা সময় বাড়ানোর আবেদন করেছেন। সব দিক বিবেচনা করেই ব্যক্তি পর্যায়ের করদাতাদের জন্য তৃতীয় দফায় ১৫ দিন সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সমকালকে বলেন, রিটার্ন দেওয়ার সময় ১৫ দিন বাড়ানো হতে পারে। তবে এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।এনবিআর থেকে জানা গেছে, গত ২০২৩-২৪ অর্থবছরে ৪০ লাখেরও বেশি ব্যক্তি শ্রেণির করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন। চলতি অর্থবছরে এনবিআরের আশা ছিল, প্রায় ৫০ লাখ রিটার্ন জমা পড়বে। কিন্তু গত ২৭ জানুয়ারি পর্যন্ত ৩৪ লাখের কিছুটা বেশি রিটার্ন জমা পড়েছে।