বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) ২১ হাজার ৩১৮ কোটি টাকা বকেয়া রাজস্ব পরিশোধে চাপ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে নতুন করে যেন বকেয়া না পড়ে সে বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়েছে। বকেয়া রাজস্বসহ প্রয়োজনীয় অর্থ পেতে অর্থ মন্ত্রণালয়ে আবেদন করবে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। এনবিআরের কর্মকর্তারা বলেন, বিশাল অঙ্কের বকেয়া পরিশোধ না করার ফলে এনবিআরের কর-জিডিপি অনুপাত বাড়ানোর এবং লক্ষ্যযুক্ত কর রাজস্ব সংগ্রহের প্রচেষ্টায় বিরূপ প্রভাব ফেলে। পেট্রোবাংলার কর্মকর্তারা বলছেন, কোম্পানিটি তার বর্তমান আর্থিক অবস্থায় বিপুল পরিমাণ ভ্যাট দিতে পারছে না। তবে বকেয়া পরিশোধে অর্থ মন্ত্রণালয়ের কাছে টাকা চেয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পেট্রোবাংলা।পেট্রোবাংলার মহাব্যবস্থাপক নজরুল ইসলাম এ বিষয়ে বলেন, বকেয়া অর্থ পরিশোধে অর্থ মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠানো হবে। সূত্র জানিয়েছে, সম্প্রতি পেট্রোবাংলার বকেয়া রাজস্ব আহরণে সংশ্লিষ্টদের নিয়ে সভা করেছে বৃহৎ করদাতা ইউনিট মূসক। বৈঠকে বকেয়া অর্থ পরিশোধের পাশাপাশি নতুন করে যেন কর বকেয়া না হয়, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। এ ছাড়া সভায় সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে নিয়মিত বিবরণী জমা দিতে হবে।
দেশের মোট রাজস্বের ৮৭ শতাংশ আদায় করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যার মধ্যে পেট্রোলিয়ামজাতীয় পণ্য খাত থেকে আদায় হয় প্রায় ১০ শতাংশ রাজস্ব। রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোবাংলা ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) থেকে এই রাজস্ব আদায় হয়ে থাকে। এ দুটি প্রতিষ্ঠানের কাছে আয়কর, ভ্যাট ও কাস্টমস বিভাগে বকেয়া রাজস্ব দাঁড়িয়েছে প্রায় ৩৮ হাজার কোটি টাকা, যার বেশিরভাগ রাজস্ব বিতর্কিত। এর মধ্যে ভ্যাট ও সম্পূরক শুল্ক হিসেবে সবচেয়ে বেশি প্রায় ২১ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। এ ছাড়া আয়কর প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা ও শুল্ককর হিসেবে প্রায় দুই হাজার কোটি টাকা বকেয়া দাঁড়িয়েছে।এসআরও শর্ত প্রতিপালন, অতিরিক্ত রেয়াত গ্রহণ, গ্যাসের বর্ধিত মূল্যের ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক পরিশোধ না করা, গ্রাহক থেকে ভ্যাট আদায় করে পরিশোধ না করা, ভর্তুকি মূল্যের ওপর ভ্যাট পরিশোধ না করা, আন্তর্জাতিক ফ্লাইটে জেট ফুয়েল সরবরাহ রপ্তানি হিসেবে গণ্য না করা, আয়কর অধ্যাদেশের ৮২সি ধারা বিতর্কসহ মামলা জটিলতায় এই বিপুল পরিমাণ রাজস্ব দীর্ঘদিন ধরে আদায় হচ্ছে। দুটি প্রতিষ্ঠান ও তাদের অঙ্গপ্রতিষ্ঠান থেকে দ্রুত এই রাজস্ব আদায়ের উদ্যোগ নিয়েছে।v