এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুরের দেশত্যাগে নিষেধাজ্ঞাকালো টাকা সাদা করার ব্যবস্থা বাতিলের চেষ্টা করা হবে : এনবিআর চেয়ারম্যানটিআইএন থাকলেও রিটার্ন দেন না, তাদের নোটিশ দেওয়া শুরুকরনীতিতে সংস্কার চান ব্যবসায়ী নেতারামোবাইলে কথা বলার ওপর শুল্ক-কর কমানোর সুপারিশ
No icon

টিআরপি কি কর আইনজীবী


এই বিধিমালার অধীন গৃহীত কর অভিজ্ঞান পরীক্ষা (ঞঅঅঞ)  উত্তীর্ণ ও সনদপ্রাপ্ত টিআরপি শুধু আয়কর রিটার্ন প্রস্তত ও দাখিল করতে পারবেন কিন্তু কোনোভাবেই আইনের ধারা ৩২৭ অনুযায়ী কর আইনজীবী হিসাবে গণ্য হবেন না।