এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুরের দেশত্যাগে নিষেধাজ্ঞাকালো টাকা সাদা করার ব্যবস্থা বাতিলের চেষ্টা করা হবে : এনবিআর চেয়ারম্যানটিআইএন থাকলেও রিটার্ন দেন না, তাদের নোটিশ দেওয়া শুরুকরনীতিতে সংস্কার চান ব্যবসায়ী নেতারামোবাইলে কথা বলার ওপর শুল্ক-কর কমানোর সুপারিশ
No icon

টিআরপির কর্তব্য কি

১.    তিনি দায়িত্বশীলতার সাথে রিটার্ন দাখিলের বাধ্যবাধকাত আছে এমন ব্যক্তি তথা যোগ্য ব্যক্তির রিটার্ন প্রস্তুত করবেন;
২.    তিনি রিটার্ন প্রস্তুত ও দাখিলের পূর্বে যোগ্য ব্যক্তির সম্মতি গ্রহণ করবেন;
৩.     তিনি রিটার্নের একটি অনুলিপি সংশ্লিষ্ট যোগ্য ব্যক্তির কাছে হস্তান্তর করবেন এবং 
৪.    রিটার্ন দাখিলের প্রমাণ ((proof of submission of return বা PSR) তার কাছে সংরক্ষণ করবেন  এবং যোগ্য ব্যক্তির নিকট হস্তান্তর করবেন।