১০-১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করবে এনবিআরঅনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক, বিশেষ ক্ষেত্রে কাগজে জমাচলতি কর বছরে ১০ লক্ষাধিক করদাতার ই-রিটার্ন দাখিল বাংলাদেশ থেকে পাট আমদানি বাড়াতে চায় পাকিস্তান ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে হাক্কানি পাল্প
No icon

২০২৩–২৪ অর্থবছরে এনবিআরের সফলতা একমাত্র ভ্রমণ কর আদায়ে

এনবিআরের গত ১১ মাসের সার্বিক তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত অর্থবছরে একক মাস হিসেবে সর্বোচ্চ রাজস্ব আদায় হয়েছে গত মে মাসে। ওই মাসে সংস্থাটি মোট ৩৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায় করেছে। জুন মাসেও যদি এ রকম রাজস্ব আদায় হয়, তারপরও বছর শেষে লক্ষ্যমাত্রার চেয়ে ৫০ হাজার কোটি টাকা ঘাটতি থাকবে রাজস্ব আদায়ে।