ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে রূপালী ব্যাংকতিন কারণে হঠাৎ বরখাস্ত হলেন চট্টগ্রামের কাস্টম কমিশনারএবার তোপের মুখে এনবিআর, বিব্রত মধ্যস্থতাকারীরাওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তি নিয়ে তৎপর ঢাকাব্যাংক ও এসএমই খাতের সংস্কার ডিসেম্বরের মধ্যে শেষ হবে : অর্থ উপদেষ্টা
No icon

বাধ্যতামূলক অবসরে এনবিআরের দুই শীর্ষ কর্মকর্তা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (চলতি দায়িত্ব) আবু সাঈদ মো. মুস্তাক এবং ট্যাকসেস আপিলাত ট্রাইব্যুনালের সদস্য ও সাবেক কর কমিশনার মো. গোলাম কবীরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। 

এনবিআর সূত্রে জানা যায়, তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাদের সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে; সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

তাদের দুজনের বিরুদ্ধেই ইনকাম ট্যাক্স জোন-৫ এ কর্মরত থাকার সময় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া আলোচিত ৭২১ কোটি টাকা চীন থেকে দেশে এনে রেমিটেন্স হিসেবে প্রদর্শনের ঘটনায়ও তারা সংশ্লিষ্ট ছিলেন বলে জানা যায়। ওই সময়েও তারা ট্যাক্স জোন-৫ এ দায়িত্বে ছিলেন এবং কর ছাড়ের সুবিধা দিতে রেমিটেন্স সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল।