প্রথম দিনেই ১০ হাজারের বেশি করদাতা অনলাইনে ই-রিটার্ন জমাঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংকঢাকা স্টক এক্সচেঞ্জে দর পতনের শীর্ষে ফারইস্ট ইসলামী লাইফপ্রথম দিনে ১০ হাজারের বেশি রিটার্ন দাখিলব্যক্তি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক
No icon

প্রথম দিনেই ১০ হাজারের বেশি করদাতা অনলাইনে ই-রিটার্ন জমা

প্রথম দিনেই ১০ হাজারের বেশি করদাতা অনলাইনে ই-রিটার্ন জমা দিয়েছেন। গত সোমবার ই-রিটার্ন জমা দেওয়ার কার্যক্রমের উদ্বোধন করা হয়। গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব  বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম দিনেই সব মিলিয়ে ১০ হাজার ২০২ জন করদাতা ই-রিটার্ন বা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। গত বছরের ৯ সেপ্টেম্বর অনলাইন রিটার্ন দাখিল শুরু হলে  প্রথম দিনে দুই হাজার ৩৪৪ জন করদাতা অনলাইনে রিটার্ন দিয়েছিলেন। সেই হিসেবে চলতি ২০২৫-২৬ কর বছরের শুরুর দিনে গত বছরের তুলনায় ই-রিটার্ন দাখিলের সংখ্যা প্রায় ৫ গুণ বেড়েছে।
গত ৩ আগস্ট এনবিআর এক বিশেষ আদেশে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা অথবা মৃত করদাতার পক্ষে আইনি প্রতিনিধি  ব্যতীত সারাদেশের সব ব্যক্তিশ্রেণির করদাতার অনলাইনে (www.etaxnbr.gov.bd) আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। গত সোমবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এই কার্যক্রমের উদ্বোধন করেন।